রাতের অন্ধকারের সুযোগ নিয়ে একটি মন্দিরে হামলা চালালো অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। তাঁরা মন্দিরের ভিতরে থাকা প্রতিমা ভাঙচুর করে বাইরে ফেলে দেয়। ঘটনায় ব্যাপক ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা।
গত ২৪শে অক্টোবর ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনা জেলার ক্যানিং থানার অন্তর্গত ক্যানিং-১ ব্লকের চাঁদখালী গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ২৪শে অক্টোবর সকালে গ্রামবাসীরা দেখেন যে মন্দিরের বড় ঠাকুরের মূর্তিটি ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। মূর্তির ভাঙা অংশ পড়ে রয়েছে এদিকে ওদিকে। খবর ছড়িয়ে পড়তেই গ্রামবাসীরা ভিড় করেন মন্দির চত্বরে। পরের খবর যায় পুলিশেও। আসে পুলিশ বাহিনী। স্থানীয়রা পুলিশের কাছে দুষ্কৃতীদের দ্রুত গ্রেপ্তার করার দাবি জানান। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী এখনও পর্যন্ত এই ঘটনায় জড়িত সন্দেহে কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
তথ্যঃ
দক্ষিণ ২৪ পরগনা: ক্যানিং-এ রাতের অন্ধকারে মন্দিরে দুষ্কৃতী হামলা, মূর্তি ভাঙচুর