বাবার সঙ্গে দিল্লির পথে মুকুল পুত্র শুভ্রাংশু রায়। রাজনৈতিক জল্পনা উসকে দিয়ে বাবার সঙ্গে দিল্লি যাচ্ছেন মুকুল পুত্র শুভ্রাংশু রায়। সোমবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ একই বিমানে দিল্লির উদ্দেশ্যে বাবার সঙ্গে রওনা দিলেন শুভ্রাংশু রায়। লোকসভা নির্বাচনের ফলাফল আসার পর শুভ্রাংশু রায়ের একটি মন্তব্যকে কেন্দ্র করে ক্ষুব্ধ দৈনিক হয়ে ওঠে দলীয় নেতৃত্ব। 6 বছরের জন্য তৃণমূল দল থেকে বহিষ্কৃত করা হয় শুভ্রাংশুকে। এরপর থেকেই জল্পনা সৃষ্টি হয় রাজ্য রাজনীতিতে। কানাঘুষো চলতে থাকে শুভ্রাংশু বাবার হাত ধরেই যোগ দিতে পারে ভারতীয় জনতা পার্টিতে। দুদিন কাটতে না কাটতেই সেই ভবিষ্যৎ বাণী সত্য হওয়ার পথে। সোমবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ বিমান বন্দরে একসঙ্গে দেখা মিলল মুকুল রায় এবং তার পুত্র শুভ্রাংশু রায়ের। তবে কি বিজেপিতে যোগ দিতে চলেছেন শুভ্রাংশু। যদিও বিষয়টি এখনই পরিষ্কার করে বলতে নারাজ দুজনেই। তা সত্ত্বেও এদিনের ঘটনায় শুভ্রাংশুর বিজেপি যোগ নিয়ে উঠে আসছে পরিষ্কার ইঙ্গিত। ছবি অর্থের বিনিময়ে সংগৃহীত ।
2019-05-27