চলে গেলেন সুষমা স্বরাজ। স্বপ্ন পূরণের পরের দিনেই চলে গেলেন। চির বিদায় নেওয়ার আগে জানিয়ে গেলেন, সেই কথা। এদিন সন্ধ্যে সাড়ে সাতটা নাগাদ শেষ টুইটে ৩৭০ ধারা খারিজ নিয়ে তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে লেখেন, জীবদ্দশায় এই দিনটা দেখার জন্য তিনি অপেক্ষা করে ছিলেন।
তাঁর মৃত্যুতে ভারতীয় রাজনীতির এক উজ্জ্বল অধ্যায় শেষ হল। আইনজীবী থেকে প্রত্যক্ষ রাজনীতি এবং তারপরে একের পর এক উত্থান। জেনে নিন এক নজরে কেমন ছিলেন সুষমা স্বরাজ।
সুষমা স্বরাজের জন্ম ১৯৫২ সালের ১৪ ফেব্রুয়ারী।
তিনি ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী।
২৬ মে ২০১৪ থেকে বিদেশমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। ইন্দিরা গান্ধীর পরে তিনি দ্বিতীয় নারী হিসাবে এই দফতরের প্রতিনিধিত্ব করছেন।
সাতবার লোকসভায় ও তিনবার বিধানসভা নির্বাচনে জিতেছেন।
১৯৭৭ সালে ২৫ বছর বয়সে, তিনি হরিয়ানার সর্বকনিষ্ঠ মন্ত্রী হয়েছিলেন।
১৩ অক্টোবর ১৯৯৮ সাল থেকে ৩ ডিসেম্বর ১৯৯৮ সাল পর্যন্ত তিনি দিল্লির পঞ্চম মুখ্যমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন।
অটলবিহারী বাজপেয়ী সরকারে তিনি ছিলেন স্বাস্থ্যমন্ত্রী।