শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের শহীদ দিবসের প্রাক্কালে নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্ত কথা বলতে গিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মহম্মদ শফিকুল ইসলাম জানালেন, ‘কয়েকজন বাংলাদেশি আফগানিস্তানে তালিবানদের দলে যুক্ত হওয়ার জন্য দেশ ত্যাগ করেছে।’
এই প্রসঙ্গে তিনি বিস্তারিতভাবে জানিয়েছেন, ‘আফগানিস্তানে তালিবানদের সঙ্গ দিতে ও তাদের দলে নাম লেখাতে কয়েকজন বাংলাদেশি যুবক দেশ ছেড়ে চলে গিয়েছে। তালিবানরা তাদের যুদ্ধে লোক নিয়োগের জন্য ডিজিটাল মিডিয়াকে ব্যবহার করছে। ইতিমধ্যে, তাতে অনেক যুবকই সাড়া দিচ্ছে বলে খবর।’ সূত্রের খবর, তালিবানদের দলে নাম লেখাতে বাংলাদেশি যুবকেরা পায়ে হেঁটেই আফগানিস্তানে পৌঁছানোর চেষ্টা করছে। ওদিকে গত বৃহস্পতিবার, ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট সন্ত্রাস সংগঠন ‘নিও জেএমবি’র তিন সদস্যকে পাকড়া করেছে। জানা গিয়েছে, এর মধ্যে একজন বোমা প্রস্তুতকারক।
উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শহীদ দিবস উপলক্ষে যাতে কোন ধরণের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য বাংলাদেশ পুলিশ বাহিনী কড়া নজরদারি চালাচ্ছে। বাংলাদেশের সমস্ত গোয়েন্দা সংস্থাও সতর্ক রয়েছে। বাংলাদেশের ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে নজরদারি চলছে।