নীল ছবির হাতছানিতে মেতে যুব সম্প্রদায় | এদেশের ছেলে এবং মেয়ে নির্বিশেষে নীল ছবি দেখার প্রবণতা যে মুঠোফোনের মাধ্যমে বাড়ছে তা বিদেশের নানা রিপোর্টেই উল্লেখিত | যা যথেষ্ট চিন্তার কারণ | প্রথম সারির একটি ইংরেজি সংবাদ মাধ্যমকে জানানো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের দেওয়া রিপোর্টেও আশঙ্কা ঘনাচ্ছে | এই রিপোর্টের মূল ভিত্তি মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারতের যুগ্ম সমীক্ষা | যেখানে বলছে দিল্লি ছাড়াও ভারতের চার রাজ্যে মহারাষ্ট্র,গুজরাত,উত্তরপ্রদেশ ও পশ্চিমবঙ্গে বাড়ছে শিশুদের উপর যৌন নির্যাতনের প্রবণতা |
আর তাকে পণ্য করে বাড়ছে শিশু পর্ণগ্রাফির ব্যবসা | মার্কিন যুক্তরাষ্ট্রের চাইল্ড সেক্সুয়াল অ্যাবিউস মেটিরিয়াল ও ন্যাশনাল ক্রাইম রিপোর্ট ব্যুরোর সমীক্ষায় দেখা গিয়েছে, শেষ পাঁচ মাসে এই রাজ্যগুলিতে কম বেশি ১৭০০কেস নথিভূক্ত হয়েছে যা কিনা অনেকাংশেই সাইবার সেলে পাঠানো হয়েছে পরে | এরপরই নড়েচড়ে বসে পুলিশ | শুরু হয় অপারেশন ব্ল্যাকফেস| মহারাষ্ট্রের এই অপারেশনের পর এফআইআরের সংখ্যা বাড়ে শিশু নিগ্রহের ঘটনায় ,জানান এক অফিসার |
তদন্তে নেমে দেখা যায়,দিল্লিতেই শিশু পর্ণোগ্রাফির সবচেয়ে বেশি ভিডিও আপলোড করা হয় | এরপর মহারাষ্ট্র,গুজরাত ও পশ্চিমবঙ্গের স্থান | মহারাষ্ট্রের মধ্যে মুম্বই ও পুণেতে সবচেয়ে বেশি এই ঘটনার খবর মিলেছে | মুম্বইতেই পাঁচ মাসে ৫০০মামলা নথিভূক্ত হয়েছে বলে খবর | সাইবার পুলিশ তদন্তে নেমে দেখেন এই সকল ভিডিও তৈরির জন্য বিশেষ কিছু সফটওয়্যার ব্যবহার করা হয় | যাতে শিশুদের সম্পূর্ণ রূপে চেনা সম্ভব না হয় | সেই সফটওয়্যার তৈরির সঙ্গে যুক্তদের সন্ধানেও খোঁজ চালাচ্ছে পুলিশ |