সামনের বছর উত্তর প্রদেশের নির্বাচনের আগেই জোর পাচ্ছে সাম্প্রদায়িক রাজনীতি। সমাজবাদী পার্টির বিধায়ক ইরফান সোলাঙ্কি এবার এক উদ্ভট দাবি তুললেন। তিনি মুসলমানদের জন্য উত্তর প্রদেশ বিধান সভায় আলাদা নামাজ কক্ষের পক্ষে সওয়াল করলেন।
সোলাঙ্কি স্পিকার হৃদয় নারায়ণ দীক্ষিতকে তাঁর এই দাবি পূরণের জন্য অনুরোধ করেন।
“বিহার বিধানসভায় ও নামাজের জন্য আলাদা কক্ষ আছে। মহারাষ্ট্রে ও এই দাবি উঠছে। বিধানসভার অধিবেশনের সময় আমাদের নামাজ পড়ার সময় আমাদের নামাজ পড়ার জন্য অন্য জায়গায় যেতে হয়, সুতরাং আমাদের জন্য আলাদা নামাজ রুম দরকার ,” সোলাঙ্কি বলেন।
ঝাড়খণ্ডে ও একই দাবির ফলে বিতর্কে জড়িয়েছেন মুসলমান বিধায়করা।
গত বৃহস্পতিবার ঝাড়খন্ড সরকার নব নির্মিত বিধানসভা ভবনের এক কক্ষে মুসলমান বিধায়কদের জন্য নামাজ পড়ার ব্যবস্থা করার ঘোষণা করার পর বিজেপি নেতারা বিক্ষোভে ফেটে পড়েন। তাঁরা সরকারকে বিধান সভায় হনুমানের মন্দির স্থাপনের জন্য দাবি জানান।
বিজেপি বিধায়করা বিধানসভা অধিবেশনের আগে হনুমান চালিসা ও হরে রাম পথ করেন প্ল্যাকার্ড সহ।