কেশপুরের ১৮ জন সামাজিক বয়কটের ডাক দেওয়া হয়েছে। অভিযোগ,ওই তালিকায় যারা রয়েছেন তাদের অধিকাংশ বিজেপি কর্মী। ঘটনার নেপথ্যে রয়েছে তৃণমূল। এমনটাই অভিযোগ বিজেপির। এবার বিষয়টি নিয়ে সরব হলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ট্যুইটে তিনি লেখেন, অবাক করে দেওয়া ঘটনা। আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অনুরোধ করছি বাংলার সব মানুষকে সুরক্ষিত রাখার এবং কাউকে একঘরে না করার। না হলে এটা খুব লজ্জাজনক হবে।
জানা গিয়েছে, যেই ১৮ জনের নামে এই নোটিশ দেওয়া হয়েছে। তাদের অধিকাংশ বিজেপি কর্মী। তাদের দোকানে জিনিসপত্র দেওয়া বা চায়ের দোকানে ঢোকা একপ্রকার নিষেধ করে দেওয়া হয়েছে। গোটা ঘটনাটি ঘিরে সোচ্চার হয়েছে বিজেপি। ভোটের সময় দফার দফার উত্তপ্ত হয়েছিল কেশপুর। এবার এ বিষয়ে ট্যুইট করলেন খোদ কেন্দ্রীয় অর্থমন্ত্রী। স্বাভাবিক ভাবেই বিষয়টি এবার জাতীয় নজরে চলে এসেছে।