তাহলে মমতার দুয়ারে রেশনের বিরোধিতায় খোদ সৌগত রায় ?
অবাক হলেন শুনে ? নীচে প্রমাণ রাখলাম । অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলারস ফেডারেশনের চিঠিটি মন দিয়ে পড়ুন । চিফ অ্যাডভাইজার প্রফেসর সৌগত রায়, বিশ্বম্ভর বসু সাধারণ সম্পাদক ।
৫ই নভেম্বর ২০২১ এ কেন্দ্রীয় খাদ্য সচিবকে কি লিখছেন দেখুন – We are constrained to solicit your kind attention to the fact that the West Bengal Government has taken a unilateral decision to supply Duare Ration by the fair price shops wef. 16 November, 2021 ignoring the provisions of NFSA and appeals of our Federation explaining the practical difficulties and impossibilities of the Fair price shops to implement such impractical decision.
সৌগত রায়, বিশ্বম্ভর বসুরা আরও লিখছেন – Such unilateral and unrealistic decision ( of Govt. Of West Bengal ) will not only ruin the Fair Price shops but will also make a NFSA a farce……..
কিছু বুঝলেন ? বাংলা তর্জমা করলে সংক্ষেপে যা দাঁড়ায় – দুয়ারে রেশন নিয়ে রাজ্য সরকারের অবিবেচক সিদ্ধান্ত রেশন দোকান গুলোই তুলে দেবে এবং কেন্দ্রীয় খাদ্য সুরক্ষা আইনকে সম্পূর্ন প্রহসনে পরিণত করবে ।
খোদ এই বক্তব্য সাংসদ সৌগত রায়ের । চিঠিটি পৌঁছেছে কেন্দ্রীয় খাদ্য সচিবের কাছে ৮ তারিখ নাগাদ । আমি সেই সূত্রেই চিঠির প্রতিলিপি সংগ্রহ করে এখানে নীচে দিলাম ।
দুয়ারে রেশনকে খোদ সৌগত রায় যদি এই ভাষায় আক্রমণ করেন সরকারের আর কিছু রইল বাকি ? চিঠির প্রতিলিপি দিল্লী থেকে সংগ্রহ করে ফোন ঘুরিয়ে ছিলাম সৌগত রায়কে । অনেক চেষ্টা করেও পেলাম না । জানতে চাইতাম – তৃণমূলের সাংসদ হিসেবে যে সংগঠনের আপনি চিফ অ্যাডভাইজার সেই সংগঠনে আপনার নামের প্যাডে এই চিঠি । কি বলবেন ? বলবেন তো – আমি জানিনা । যে ভাবে বলেন অনেক অসত্য কথন, বছরের পর বছর ?
চিঠিটা বড় প্রায় সব সংবাদ মাধ্যমেও পাঠালাম । as usual তাঁরা নীরব । ওয়াটস অ্যপে তিনজন বাদে সবার নিচেই নীল টিক । অর্থাৎ দেখেছেন । কিন্তু ” দেখেননি ” । ভাবখানা সেরকমই । সাহস নেই বিষয়টা নিয়ে স্টোরি করার বা খবর করার । এমনকি শুধু সৌগত রায়কে প্রশ্ন করার । সততা টুকুও নেই । এরা সাংবাদিক, এবং তাবড় !!
ঠিক এই আবহেই আজ ব্রিগেড, রেশন ডিলারদের । ব্রিগেড মানে ” নেতাজী ইনডোর ” । সরকারি খরচে সবাইকে ভলভো এসি বাসে করে আজ দুপুর বারোটায় সারা রাজ্য থেকে টেনে আনা হচ্ছে । এলাহী মেনু । মুখ্যমন্ত্রীর ভাষণ শুনে ওই ভলভো এসি তেই বাড়ি ফিরবেন সবাই । মফস্বলের এক ডিলার বলেছিলেন – শরীর অসুস্থ, আসতে পারবো না । খাদ্য দফতরের এক হোমরা চোমরা ফোনে বলেছেন – এরপর দোকানে ইন্সপেকশনের হ্যাফা হবে কিন্তু, সামলাতে পারবেন তো । কথা বাড়ান নি ডিলার । আসছেন তিনিও । খুকুমণির ভাষণ শুনতে । এভাবে নির্দেশ গেছে রাজ্যের প্রায় ২১ হাজার রেশন ডিলারের কাছে । আসতেই হবে । এটা সরকারি স্পন্সরড ব্রিগেড, নেতাজী ইনডোরে । সব মিলিয়ে প্রায় সোয়া তিন কোটির আয়োজন । খাদ্য দফতরের এক সিনিয়র কর্তার মতে ।
সবই বুঝলাম । দুয়ারে সরকারের ব্র্যান্ডিং প্ল্যানিং হচ্ছে । যত টাকা যায় সরকারের যাক । কিন্তু সৌগত রায় এ কি করলেন ? এই বুড়ো বয়সে ? সেই রবিনা ট্যান্ডনের সঙ্গে কোমর দুলিয়ে নাচের থেকেও বড় কেলো করে ফেললেন না কি ?
কি বলেন সৌগতদা ?
সন্ময় বন্দ্যোপাধ্যায় (৯৮৩০৪২৬০৭৮)