বাংলাদেশ থেকে চোরাচালান অব্যাহত রয়েছে। এবার বিএসএফ একজন পাচারকারীকে আটক করেছে এবং 81 লাখ টাকার সোনা উদ্ধার করেছে। রবিবার রাতে উত্তর চব্বিশ পরগনা জেলার ভারত- বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের জিরো পয়েন্টে অবস্থিত তারালি গ্রাম থেকে বিএসএফ আব্দুল লতিফ সরদারকে গ্রেফতার করে।
বিএসএফ- এর তরফে জানানো হয়েছে, কর্তব্যরত জওয়ানরা এক ব্যক্তিকে তারের বেড়ার দিকে আসতে দেখেন। তাকে আটক করে বিএসএফ জওয়ানরা। অনুসন্ধানে, প্লাস্টিকে মোড়ানো 12টি সোনার বার পাওয়া গেছে, মোট ওজন 1.394 কেজি। জব্দ করা সোনার বাজার মূল্য প্রায় 81 লাখ টাকা।
জিজ্ঞাসাবাদে চোরাকারবারী আব্দুল লতিফ সরদার জানায়, সে বাংলাদেশ থেকে সোনার বারগুলো এনে অন্য কারো কাছে পৌছে দেওয়ার কথা ছিল।
পরে উদ্ধার হওয়া সোনার বারগুলো তেতুলিয়া কাস্টমসের কাছে হস্তান্তর করে বিএসএফ।অভিযোগ রয়েছে, সীমান্তে টহল বৃদ্ধির কারণে চোরাকারবারীরা এখন তাদের কৌশল পরিবর্তন করছে। তাদের অধিকাংশই এখন গরুর বদলে সোনা, মসলা পাচার করছে। কিন্তু বিএসএফ তাদের প্রচেষ্টা নস্যাৎ করে দেয়।