অন্য ধর্ম যাতে চীনা সংস্কৃতিতে প্রভাব বিস্তার না করে তার প্রক্রিয়া শুরু হয়েছিল 2016 থেকেই। সম্প্রতি বেজিং কর্তৃপক্ষ বেজিং শহরের সমস্ত রেস্তোরাঁ ও খাবারের দোকান থেকে আরবি হরফ ও ইসলাম ধর্ম সম্পর্কিত সমস্ত চিহ্ন সরিয়ে ফেলার জন্য নির্দেশ দিল। মুসলিম ধর্মাবলম্বীদের চিনের সংস্কৃতির সঙ্গে ধাপে ধাপে খাপ খাইয়ে নেওয়ার প্রয়োজনেই এই নির্দেশ।
আন্তর্জাতিক সংবাদ সংস্থা Reuters, বেজিং শহরে হালাল পণ্য বিক্রি করে এমন রেস্তরাঁ ও দোকানের কর্মীদের সঙ্গে কথা বলেন। রেস্তোরাঁর কর্মীরা জানান, ইসলাম ধর্মের সঙ্গে সম্পর্কিত সব ধরনের প্রতীক যেমন, অর্ধেক চাঁদ বা আরবিতে লেখা ‘হালাল’ শব্দ সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।
চীন সরকারের বক্তব্য এগুলো বিদেশি সংস্কৃতি। তাই আরও বেশি করে চিনা সংস্কৃতির দিকে নজর দিতে এই উদ্যোগ।