ভারতীয় জনসঙ্ঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukherjee) চিন্তাভাবনা দেশের লক্ষ লক্ষ মানুষকে শক্তি জুগিয়েছে। একজন ধর্মপ্রাণ দেশপ্রেমিক, যিনি ভারতের উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রেখেছিলেন। ভারতীয় জনসঙ্ঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকীতে টুইটারে এভাবেই স্মৃতিচারণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার সকালে নিজের টুইটারে হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লিখেছেন, জন্মজয়ন্তীতে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে প্রণাম। একজন ধর্মপ্রাণ দেশপ্রেমিক, যিনি ভারতের উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রেখেছিলেন। ভারতীয় ঐক্যকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহসী প্রচেষ্টা করেছিলেন তিনি। তাঁর চিন্তাভাবনা ও আদর্শ দেশের লক্ষ লক্ষ মানুষকে শক্তি জুগিয়েছে।
১৯০১ সালের ৬ জুলাই কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। রাজনীতিবিদ ও ব্যারিস্টার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় জওহরলাল নেহেরু সরকারের আমলে মন্ত্রীও ছিলেন।
2020-07-06