“উন্নয়ন আটকে রাজনীতি করছে তৃণমূল, চেয়ার আঁকড়ে রাজনীতি হয় না । রাজনীতি আমরা করছি মানুষকে পরিষেবা দেওয়ার জন্য । কিন্তু মানুষের উন্নয়ন যদি থমকে যায়, তবে মানুষ কাউকেই ক্ষমা করবে না । মানুষের জন্য কাজ করলে মানুষ ঠিক দেখবে । বছরের পর বছর কেউ একই পদে একই চেয়ারে বসবে তা হয় না । আমি এখানে এখন বিধায়ক” বললেন বীজপুরের বিজেপি বিধায়ক শুভ্রাংশু রায়।
ছট উৎসবে শামিল হয়ে মুকুল পুত্র শুভাংশু রায় শনিবার বিকেলে তার বীজপুর বিধানসভা এলাকার হালিশহর ও কাঁচরাপাড়া পুরসভা এলাকার বিভিন্ন গঙ্গার ঘাট গুলি পরিদর্শন করেন এবং ছট উৎসবে শামিল হওয়া ভক্তদের কাছে গিয়ে সৌজন্য বিনিময় করেন ।
সকলের কাছ থেকে তাদের সমস্যা জেনে নেন।
তিনি সাংবাদিকদের বলেন, “এলাকার গঙ্গার ঘাটগুলি দীর্ঘদিন সংস্কার করা হয় না । আমি উন্নয়ন খাতে এই হালিশহর এলাকায় একটি হাই মাস্ট আলোর ব্যবস্থা করে টাকা বরাদ্দ করে দিয়েছি, কিন্তু কোন কাজ করে নি তৃণমূল কংগ্রেসের প্রশাসন । উন্নয়ন নিয়ে রাজনীতি বন্ধ হোক। আমি ভগবানের কাছে প্রার্থনা করি উন্নয়নে গতি আসুক ।”
মুকুল পুত্র বিজেপি বিধায়ক শুভ্রাংশু রায় দলীয় অনুগামীদের সঙ্গে নিয়ে বিভিন্ন গঙ্গার ঘাটে ঘাটে গিয়ে ছট উৎসবে শামিল হন ।