রাস্তার মাঝখানে তৈরি হয়েছিল মাজার। সেটাকেই বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দিল যোগীর পুলিশ। উত্তর প্রদেশ সরকারের দাবি, হাইওয়ে সম্প্রসারণের জন্যই মাজারটি ভাঙা হয়েছে। এই নিয়ে জোর বিতর্ক চলছে।
আলিগড় থেকে কানপুর পর্যন্ত ৬ লেনের রাস্তার কাজ চলছে পুরোদমে। এনএইচএআই এই কাজ সম্পূর্ণ করতে চাইছে ২০২৩ সালের অক্টোবর মাসের মধ্যে। চৌবেপুর এবং শিবপুরের মাঝে মরিয়ানি গ্রামে অবস্থিত একটি মাজার রাস্তার মাঝে পড়েছিল। প্রায় দু’ মাস ধরে সেই মাজারকে সরাবার চেষ্টা করেছে প্রশাসন। কিন্তু কাজ হয়নি। বিরোধিতা করেছে স্থানীয় বাসিন্দারা। বাধ্য হয়ে বৃহস্পতিবার বুলডোজার চালিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় সেটি।
বিলহৌরের এসডিএম অলকা লাম্বার উপস্থিতে ডেকে পাঠানো হয় ওই মাজারের মৌলবিকে। তাঁর সামনেই শান্তিপূর্ণ ভাবে ভেঙে ফেলা হয় ধর্মস্থল। সেই সময় যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে তাই সেখানে উপস্থিত ছিল বিরাট পুলিশ বাহিনী। এসডিএম জানান, সম্পূর্ণ আইন মেনেই ভাঙা হয় ওই মাজার।