পরিনাম না জেনে অহংকার করা কি উচিৎ ?

🌸ধূপকাঠি ও মোমবাতি ঠাকুরের পূজায় সবচেয়ে বেশী ব্যবহৃত হয় । একদিন এক মন্দিরে মোমবাতি হঠাৎ ধূপকাঠিকে বলতে লাগলো – ” হে ধূপ , তুমিতো শুধু সুগন্ধ ছড়াও , কিন্তু আমি নিজের আলোতে এই মন্দিরকে প্রকাশিত করি , আমাকে ছাড়া তোমার কোনো অস্তিত্বই থাকতে পারেনা , তাই আমি তোমার থেকে অনেক মূল্যবান

🌺এইসময় হঠাৎ মন্দিরের পূজারীজী এসে পূজার জন্য মোমবাতি এবং ধূপকাঠি জ্বালিয়ে পূজার আয়োজন করতে লাগলেন । কিছুক্ষণ পর পূজারীজী কোনো এক কাজে মন্দিরের বাইরে বেরিয়ে আসলেন । ঠিক সেই সময় একটা দমকা হওয়া এসে মোমবাতিটাকে নিভিয়ে দিল । তখন ধূপকাঠি একটু বিনম্রভাবে বলতে লাগলো – ” আমি বাতাসের সঙ্গে সঙ্গে মন্দিরের ভিতরই নয় , মন্দিরের বাইরেও সুগন্ধ ছড়াতে পারি , কিন্তু আমিতো কখনো গর্ব করিনা , তাহলে তুমি কেন নিজেকে নিয়ে গর্ব করো ?
দেখলে তো তার পরিনাম । “

🍁আশা এমন হওয়া দরকার , যা গন্তব্যে নিয়ে যায়।🍁
🌿গন্তব্য এমন হওয়া দরকার , যা জীবনে বাঁচা শিখিয়ে দেয় ।🌻
🌻জীবন এমন হওয়া দরকার , যা সম্পর্ককে কদর করতে শিখিয়ে দেয় ।🍁
সম্পর্ক এমন হওয়া দরকার , যা স্মরন করতে বাধ্য করে দেয় ।🌿

🙏🙏🙏জয় শ্রী শ্রী রাধা কৃষ্ণের জয় ।। 🙏🙏🙏

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে হরে 🙏🙏🙏

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.