৬ জুলাই, ২০১৯, শুক্রবার, কার্গিল যুদ্ধে ২০ বছর পূর্ণ৷ এই উপলক্ষ্যে সমগ্র দেশে শহিদ ভারতীয় সেনা-জওয়ানদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন পর্ব চলছে৷ কর্ণাটকের শিবমোগাতে ভারতীয় সেনাদের উদ্দেশ্যে একটি পার্ক তৈরি করা হয়েছে৷ কার্গিল বিজয় দিবসে আজ এর উদ্বোধন হতে চলেছে৷ আজ থেকেই সর্বসাধারণের জন্য এই পার্ক খুলে দেওয়া হবে৷
মূলত সেনাদের শ্রদ্ধাজ্ঞাপনে তাঁদের উৎসর্গ করা হয়েছে এই পার্কটি৷ এখানে সেনাদের সাহসিকতার নিদর্শন তুলে ধরা হয়েছে৷ পার্কে সেনাদের মূর্তি স্থাপন করা হয়েছে, সেখানে দেখানো হয়েছে কীভাবে তাঁরা দেশরক্ষায় নিজেদের প্রাণ বলিদান দিয়েছেন৷
ইতিমধ্যেই ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং শহিদদের প্রতি শ্রদ্ধার্পণ করেন৷ জম্মু-কাশ্মীরে দ্রাসেও কার্গিল ওয়া মেমোরিয়ালে শ্রদ্ধা জ্ঞাপনের পর্ব চলছে৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ শহিদ সেনা-জওয়ানদের প্রতি শ্রদ্ধার্পণ করে ট্যুইট করেন৷
প্রসঙ্গত, বছর ২০ আগে কার্গিলে আড়াই মাস ধরে চলেছিল যুদ্ধ। প্রথমে সীমান্ত পার করে অনুপ্রবেশকারী ঢুকিয়ে একটু একটু করে দখল নেওয়ার চেষ্টা করেছিল পাকিস্তান। বুঝতে পেরেই ঝাঁপিয়ে পড়ে ভারতীয় সেনা। যুদ্ধের প্রায় ১১ বছর পর পাকিস্তান স্বীকার করেছিল যে তাদের অন্তত ৪৫৩ জন পাক সেনার মৃত্যু হয়েছিল কার্গিলে। ২০ বছর আগের সেই ইতিহাস ঘাঁটলে জানা যায়, ভারতীয় জওয়ানদের মেরে দেহ বিকৃত করে ফেরত দিয়েছিল পাকিস্তান। অথচ সেই যুদ্ধে মৃত সেই পাকিস্তানের সেনাদের দেহ সম্মানের সঙ্গে সমাধিস্থ করেছিল ভারতীয় সেনা।
আজ , শুক্রবার কার্গিল বিজয় দিবস৷ এর ঠিক আগের দিন পাকিস্তানকে কড়া ভাষায় হুঁশিয়ারি দেন সেনাপ্রধান বিপিন রাওয়াত৷ কার্যত তাঁর হুমকি, আরেকটা কার্গিল করার চেষ্টা করলে তার ফল হাতে নাতে বুগতে হবে পাকিস্তানকে৷ তবে তাঁর বিশ্বাস সেই ভুল পাক সরকার দ্বিতীয় বার করবে না৷
তবে পাকিস্তানের কোনও হামলাই যে ভারতের মাটিতে সফল হবে না, তা এদিন বুঝিয়ে দিয়েছেন রাওয়াত৷ তিনি বলেন যত বড় হামলার পরিকল্পনাই করুক না কেন, পাকিস্তানের সব হামলাই বানচাল করবে ভারতীয় সেনা৷ যথাযোগ্য প্রত্যুত্তর দিতে সব সময় তৈরি সেনা৷