জ্ঞানবাপী নিয়ে মামলা চলছে আদালতে। এর মধ্যেই সৌদি আরবের মক্কার শিব মক্কেশ্বরকে নিয়ে আলোচনার দাবি জানালেন পুরীর শঙ্করাচার্য নিশ্চলানন্দ সরস্বতী। তিনি বলেন, ‘কেবল জ্ঞানবাপী নিয়ে আলোচনা করলে হবে না। এ বার আমাদের মক্কা নিয়েও কথা বলা উচিত। সেখানে মক্কেশ্বর মহাদেবের মন্দির রয়েছে’।
রাজস্থানের একটি শহরে হিন্দু রাষ্ট্র নিয়ে আলোচনাসভার আয়োজন করা হয়। সেখানে যোগ দিয়েই এই দাবি করেন নিশ্চলানন্দ। জ্ঞানবাপী নিয়ে বিতর্কের আবহে নিশ্চলানন্দের নতুন করে তোলা এই দাবি ঘিরে যথারীতি আলোচনা শুরু হয়ে গিয়েছে।
এখানেই অবশ্য থামেননি নিশ্চলানন্দ। তাঁর দাবি, ভারত নিজেকে ‘হিন্দু রাষ্ট্র’ বলে ঘোষণা করার সঙ্গে সঙ্গে বিশ্বের আরও অন্তত ১৫টি দেশ নিজেদের হিন্দু রাষ্ট্র ঘোষণা করবে। কোন কোন সেই দেশগুলি? পুরীর শঙ্করাচার্য নিশ্চলানন্দের দাবি – নেপাল, মরিশাস নিজেদের ‘হিন্দু রাষ্ট্র’ বলে ঘোষণায় রাজি।
সৌদি আরবের মক্কা মুসলিমদের সর্বশ্রেষ্ঠ তীর্থক্ষেত্র। প্রতি বছর লক্ষ লক্ষ মুসলিম মক্কাদর্শন করেন। সেখানে মহাদেবের মন্দির থাকার দাবি বহু পুরনো। কিন্তু এই প্রসঙ্গ নিয়ে খুব একটা কথা হয় না। এবার সেই দাবিই তুললেন নিশ্চলানন্দ।