রাম মন্দির নিয়ে অর্ডিন্যান্স আনুক কেন্দ্র, অযোধ্যায় দাবি শিবসেনার

এবার রাম মন্দির নিয়ে অর্ডিন্যান্সের দাবি জানাল শিবসেনা৷ রবিবার অযোধ্যায় পৌঁছে শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে দাবি করেন, সোমবার থেকে দ্বিতীয় মোদী সরকারের প্রথম সংসদীয় অধিবেশন শুরু হচ্ছে৷ এই অধিবেশনেই মোদী সরকারের উচিত রাম মন্দির প্রসঙ্গ তোলা এবং এই ইস্যুতে অর্ডিন্যান্স নিয়ে আসা৷

শিবসেনার প্রধানের আশা, রাম মন্দিরের মত পবিত্র কাজ করা উচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর৷ দেশের মানুষ স্বপ্ন জড়িয়ে রয়েছে এই রাম মন্দিরের সঙ্গে৷ রবিবার অযোধ্যার মাটিতে দাঁড়িয়ে রাম মন্দির ইস্যুতে কেন্দ্রকে কার্যত বার্তা দিলেন শিবসেনা প্রধান৷ রাম লাল্লার আশীর্বাদ নিয়ে কেন্দ্র যদি এই কাজ শুরু করে, তবে তা সবার পক্ষে মঙ্গল বলে এদিন জানান উদ্ধব ঠাকরে৷ তিনি বলেন রাম মন্দির গঠনের কাজ অনেক আগেই মোদী সরকারের শুরু করে দেওয়া উচিত ছিল৷

অযোধ্যায় এক সাংবাদিক সম্মেলন করেন উদ্ধব ঠাকরে৷ তিনি বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তত্ত্বাবধানে অযোধ্যা রাম মন্দির গঠন করা উচিত৷ গোটা বিশ্বের হিন্দু নরেন্দ্র মোদীর সঙ্গে রয়েছে, সেই জোরে এবং সেই বিশ্বাসকে সঙ্গী করেই রাম মন্দির নির্মাণ কাজ শুরু হবে বলে তাঁর আশা৷

এদিন অযোধ্যায় উদ্ধব ঠাকরে রাম লাল্লার জন্মভূমিতে পুজো দেন৷ সঙ্গে ছিলেন শিবসেনার সদ্য নির্বাচিত ১৮ জন সাংসদ৷ উপস্থিত ছিলেন শিবসেনা প্রধানের ছেলে আদিত্য ঠাকরেও৷ অযোধ্যায় সিবসেনা প্রধান ও তার দলের কর্মীদের ঢোল বাজিয়ে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানানো হয়৷

এর আগেও একাধিকবার রাম মন্দিরের পক্ষে সওয়াল করেছে শিবসেনা৷ দলের মুখপাত্র ও রাজ্যসভার সাংসদ সঞ্জয় রাউত বলেছিলেন সুপ্রিম কোর্টে এই মামলা চলছে ঠিক কথা, কিন্তু রাম মন্দির ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কথাই তাঁদের কাছে সুপ্রিম কোর্টের রায়ের মত৷

সাধারণ মানুষ রাম মন্দিরের পক্ষে৷ সেই রায়কে অগ্রাহ্য অধিকার বা ক্ষমতা কারোর নেই৷ এমনই দাবি সঞ্জয় রাউতের৷ তিনি বলে ছিলেন ১২৫ কোটি মানুষ বিজেপিকে ক্ষমতায় এনেছে রাম মন্দির গঠনের স্বপ্ন বাস্তবায়িত করা হবে বলে৷ সেই জনাদেশকে কেউই অবহেলা করার সাহস দেখাবে না৷ সুপ্রিম কোর্ট নিজের কাজ করুক, কিন্তু আমাদের নিজেদের কাজে অটল থাকতে হবে৷

সংবাদসংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাতকারে রাউত বলেন শিবসেনার কাছে সুপ্রিম কোর্টের অর্থ মোদী-শাহ-যোগী৷ আর অবশ্যই সাধারণ মানুষ৷ তাঁদের সিদ্ধান্ত মাথায় তুলে নেওয়া হবে৷ এই নির্বাচনের সবচেয়ে বড়ে ইস্যু ছিল রাম মন্দির, তা ভুললে চলবে না৷

অযোধ্যা সমস্যার সমাধান না হলে পরিস্থিতি ভয়াবহ আকার নেবে বলেই মত ছিল শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউতের। তিনি বলে ছিলেন, “২০১৪ সালের লোকসভা ভোটের আগে আমরা অযোধ্যায় রাম মন্দির নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলাম। কিন্তু তা হয়ে ওঠেনি। এবারেও আমরা ভগবান রামের নামেই ভোট চেয়েছি।” একই সঙ্গে তিনি আরও জানান যে, ভোটের আগে অযোধ্যায় শিবসেনা সাধু সমাবেশ করেছিল। দলের প্রধান উদ্ভব ঠাকরে নিজে অযোধ্যায় গিয়েছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.