আনিস (Anis) কাণ্ডে সাসপেন্ড হওয়া দুই জনের পাশে দাঁড়ালো হিন্দু সংহতি।
প্রসঙ্গত, আনিস খান (Anis Khan) হত্যা কাণ্ডে দুইজনকে সাসপেন্ড করে গ্রেফতারও করা হয়।এদের মধ্যে একজন সিভিক ভলান্টিয়ার ও অপরএকজন হোম গার্ড। ধৃতদের বক্তব্য , যে এদের বলির পাঁঠা করা হয়েছে।
এদিকে প্রখ্যাত আইনজীবী শান্তনু সিংহ জানান , ” যেই আনিস খান (Anis Khan) কে নিয়ে এত মাতামাতি করা হচ্ছে , সেই আনিস খান আদতে একজন জিহাদি জেহাদি। এই আনিস খান বিশিষ্ট হিন্দু নেতা তপন ঘোষ (Tapan Ghosh) এর মৃত্যুতে ‘ আনন্দ’ প্রকাশ করেছিল। এই আনিস খান কাশ্মীরে (Kashmir) ও বাংলাদেশে (Bangladesh) হিন্দু হত্যাকে খোলাখুলি সমর্থন করেছিল। এই আনিস খানই তালিবানদের আফগানিস্তানের বিজয়কে পূর্ণ সমর্থন জানিয়েছিল। সেই আনিস খানের হত্যার জন্য দুই নিরপরাধ হিন্দুকে বলির পাঠা করা হয়েছে। হিন্দু জাতির স্বার্থে আমরা এই দুই নিরাপরাধ হিন্দুর পাশে আছি ও থাকবো।”
এদিকে হিন্দু সংহতির এই আন্দোলনের ফলে ক্রমশ সমর্থন বাড়ছে এই দুই হিন্দু হোম গার্ড ও সিভিক ভলান্টিয়ার এর পক্ষে।
শান্তনু বাবুর সরাসরি প্রশ্ন , একটি সেক্যুলার দেশে একজন জেহাদিকে বাঁচাতে কি করে দুইজন কে বলির পাঁঠা করা হলো শুধু মাত্র হিন্দু হওয়ার অপরাধে ?
তাঁর পরিষ্কার বক্তব্য , হোম গার্ড কাশীনাথ বেরা ও , সিভিক ভলান্টিয়ার প্রীতম ভট্টাচার্য্য দুজনেই নিরপরাধ।