জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদীদের উপদ্রব কমছে না, বরং আরও বেড়েই চলেছে। এবার দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলায় সন্ত্রাসবাদীদের ছোড়া গ্রেনেড হামলায় প্রাণ হারালেন একজন সেনা জওয়ান। গ্রেনেড ফেটে স্প্লিন্টারের আঘাতে জখম হয়েছেন আরও ৩ জন জওয়ান। বুধবার সকাল ১০.১৫ মিনিট নাগাদ কুলগাম জেলার খানাবালের শামসিপুরা এলাকায় সেনাবাহিনীর রোড ওপেনিং পার্টিতে গ্রেনেড ছোড়ে সন্ত্রাসবাদীরা। স্যানিটাইজেশন ড্রাইভ চলার সময় জঙ্গিরা গ্রেনেড ছোড়ে।
প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র জানিয়েছেন, গ্রেনেড ফেটে স্প্লিন্টারের আঘাতে জখম হন ৪ জন সেনা জওয়ান। প্রাথমিক চিকিৎসার পর তাঁদের শ্রীনগরের ৯২ বেস হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের মধ্যে একজন সেনা জওয়ান মারা গিয়েছেন। বাকি ৩ জন জওয়ানের চিকিৎসা চলছে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, আইইডি ফেটে জওয়ানরা আহত হয়েছেন এবং একটি স্কুল ভবনের ভিতরে রাখা ছিল বিস্ফোরক সামগ্রী।
2021-01-27