অপেক্ষার আর মাত্র কিছুক্ষণ। নির্বাচনের আগে ফের একবার রাজ্যে শাহ। বৃহস্পতিবার কোচবিহার থেকে উত্তরবঙ্গে পরিবর্তন যাত্রার সূচনা করতে চলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। কোচবিহারের রাসমেলা ময়দান থেকে এই পরিবর্তন যাত্রার সূচনা করা হবে। এই কর্মসূচি ঘিরে যাবতীয় প্রস্তুতি সেরে ফেলেছেন বিজেপি কর্মী-নেতারা। এখন শুধু শাহ আসার অপেক্ষা।
সূত্রের খবর, এদিন অসম থেকে রাজ্যে আসছেন অমিত শাহ। কোচবিহারে তাঁর প্রথম কার্যক্রম সকাল ১১ টা বেজে ১০ মিনিটে। তিনি পরিদর্শন করবেন কোচবিহারের মদন মোহন মন্দির। এর একটু পরেই রাসমেলা ময়দান থেকে উত্তরবঙ্গে পরিবর্তন যাত্রার সূচনা করবেন অমিত শাহ।
উল্লেখ্য, এরাজ্যে নির্বাচনের ঠিক আগে বিজেপি শুরু করেছে পরিবর্তন যাত্রা। রাজ্যের মোট ২৯৪ টি নির্বাচনী আসন জুড়ে চলবে এই পরিবর্তন যাত্রা। এর আগে নবদ্বীপ, তারাপীঠ ও ঝাড়গ্রামে ইতিমধ্যেই এই যাত্রার সূচনা করা হয়েছে।
পরিবর্তন যাত্রার সূচনার পরে কোচবিহার থেকে দক্ষিণবঙ্গের দিকে আসবেন অমিত শাহ। সেখানে মতুয়া ভোটারদের দিকে নজর রয়েছে শাসক-বিরোধী উভয় পক্ষের। বিকেল ৩ টে ২০ নাগাদ স্বরাষ্ট্রমন্ত্রী ঠাকুরনগরে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর মন্দির পরিদর্শন করবেন। বিকেল ৩ টে ৪৫ নাগাদ জন সমাবেশে অংশ নেবেন শাহ। এখানে মতুয়াদের উদ্দেশ্যে তিনি কী বলেন, সেদিকে নজর রয়েছে রাজ্যবাসীর।
দিন কয়েক আগে সাংবাদিক সম্মেলন করে অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের সঙ্ঘাধিপতি শান্তনু ঠাকুর জানিয়েছিলেন, বৃহস্পতিবার সভা করবেন অমিত শাহ। পুজো দিতে পারেন ঠাকুরবাড়ির হরিচাঁদ গুরুচাঁদ মন্দিরে। নাগরিকত্ব নিয়ে বার্তা দেবেন অমিত শাহ এমনটাই আশা মতুয়াদের।
তৃণমূলের প্রাক্তন সাংসদ মমতাঠাকুর অমিত শাহের এই সভা প্রসঙ্গে বলেন, “আগামীকাল ঠাকুরনগরে অমিত শাহর সভায় কম সংখ্যক মতুয়ারা আসবেন। কারণ, এর আগে দুবার আসার কথা বলেও আসেননি তিনি। ভাওতা দিয়েছেন মতুয়াদের।”
জনসমাবেশে বার্তা দেওয়ার পর সন্ধ্যেবেলা কলকাতা আসবেন স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানে সন্ধ্যা ৬ টায় সায়েন্স সিটি অডিটরিয়ামে সোশ্যাল মিডিয়ার স্বেচ্ছাসেবীদের সঙ্গে সাক্ষাৎকার দেবেন তিনি।