ক্যাম্পাসে অতীতে মুসলিমদের বিভিন্ন উৎসব অনুষ্ঠিত হলেও হিন্দু ছাত্রছাত্রীদের উদ্যোগে আয়োজিত হোলি(Holi) উৎসব ঘিরে ব্যাপক গোলমাল হওয়ার খবর পাওয়া গেলো। অভিযোগ, ক্যাম্পাসে হোলি উৎসব উদযাপন করা নিয়ে আপত্তি জানান মুসলিম ছাত্রছাত্রীরা। হোলি উৎসবে বাধা দিতে মিছিল বের করেন মুসলিম ছাত্রছাত্রীরা, স্লোগান ওঠে ‘আল্লাহু আকবর, নারায়ে তাকবীর’।
জানা গিয়েছে, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে YUVA নামে ছাত্রছাত্রীদের একটি সংগঠন হোলি উপলক্ষে ‘রাগৎসব’ আয়োজন করার সিদ্ধান্ত নেয়। গতকাল ২রা মার্চ সেই উৎসব অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু সেই উৎসব উদযাপনে প্রথম থেকেই আপত্তি জানায় মুসলিম ছাত্রছাত্রীরা।
অভিযোগ, সেই উৎসব বানচাল করতে জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের একাধিক ছাত্রছাত্রী ফেসবুকে উস্কানিমূলক পোস্ট করে। সেই সব পোস্টে মুসলিম ছাত্রছাত্রীদের হোলি উৎসবে যোগ দিতে নিষেধ করা হয়। বলা হয় যে হোলি উৎসবে যোগ দেওয়া মুসলিমদের জন্য হারাম।