দ্বিতীয়বার ক্ষমতায় আসার ১০০ দিনের মধ্যে, দেশে একচেটিয়া বরাতের উপর নির্ভরশীলতা কাটাতে এবং বিশ্ব বাজার দখলের উদ্দেশ্যে রেলের সাতটি প্রধান কারখানাকে এক ছাতার তলায় আনতে চলেছে মোদী সরকার। ওই সাতটি কারখানা ছাড়াও রেলের বিভিন্ন ডিভিশনে ছড়িয়ে ছিটিয়ে থাকা রেলওয়াগন গুলিকেও কারখানার অধীনে আনার পরিকল্পনা করছে কেন্দ্র।
রেল সূত্রে খবর, দেশের বিভিন্ন জায়গায় থাকা সব সংস্থাগুলিকে মিলিয়ে একটি নতুন সংস্থা তৈরি হবে। এবার এই নতুন সংস্থার অধীনে থাকবে সাতটি বড় কারখানা। এই কারখানা গুলি হল- রেল কোচ ফ্যাক্টরি, ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি, রেল হুইল ফ্যাক্টরি, মর্ডান কোচ ফ্যাক্টরি, ডিজেল লোকো মডার্নাইজেশন ওয়ার্কস, ডিজেল লোকোমোটিভ ওয়ার্কার্স এবং চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস। এইসব কারখানাগুলি নিয়ে সংস্থার নতুন নাম হবে ইন্ডিয়ান রেলওয়ে রোলিং স্টক কোম্পানি।
সূত্রের খবর, ওই সংস্থাগুলি পরিচালনার ক্ষেত্রেও পরিবর্তন করছে কেন্দ্র। এবার থেকে প্রত্যেকটি সংস্থার শীর্ষে জেনারেল ম্যানেজারের বদলে থাকবেন সিইও। পরিচালন সংক্রান্ত বিষয়ে রেল বোর্ডের কাছে দায়বদ্ধ থাকবে তাঁরা। এতদিন জেনারেল ম্যানেজাররা রেলবোর্ডের চেয়ারম্যানের কাছে দায়বদ্ধ থাকতেন। তাই লাভক্ষতির দায় চাপত রেলের উপরে। নতুন ব্যবস্থায় সমস্ত দায় থাকবে সংস্থাগুলির উপরে।