বহুতল আবাসনে বিধ্বংসী অগ্নিকান্ডে চার শিশুসহ সাত জনের মৃত্যু। সোমবার মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের গোয়ালিয়রে। এছাড়াও গুরুতর জখম হয়েছেন চারজন।অতিরিক্ত পুলিশ সুপার সত্যেন্দ্র সিং তোমর (Satyendra Singh Tomar) জানিয়েছেন, গোয়ালিয়রের ইন্দের গঞ্জ এলাকায় রোশনি ঘর রোড বহুতলের একতলায় থাকা রং-এর দোকানে আগুন লেগে যায় সোমবার সকাল ১০ টা নাগাদ। দ্রুত সেই আগুন বহুতলের দুই তলায় ছেয়ে যায়। রঙের জন্য আগুন আরো ভয়াবহ আকার ধারণ করে।আবাসনের দোতলায় দুটি পরিবার আগুনের জেরে আটকে পড়ে। ফলে অগ্নিকাণ্ডে ঝলসে গিয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় চারজন শিশু ও তিনজন মহিলার। এছাড়াও আরও চারজন গুরুতর জখম হয়। তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে।দমকলের দুই ঘন্টার তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে।কি কারণে আগুন লেগেছে তা এখনো জানা যায়নি। তদন্ত চলছে।জানা গিয়েছে এই দোকানটির মালিক তিন ভাই ভাই. তাদেরই পরিবার দোতলায় থাকতো। অগ্নি কান্ডের জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছেছে জেলাশাসক, পুলিশ সুপার ও পৌরসভার আমলারা।
2020-05-18