অসুস্থ মাধবী মুখোপাধ্যায়। শুক্রবার সকালে তাঁকে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে, হঠাতই রক্তে শর্করার পরিমাণ বেড়ে গিয়েছে অভিনেত্রীর। রক্তে সোডিয়াম-পটাশিয়ামের মাত্রাও কম। সেই কারণেই অসুস্থ বোধ করেন। তারপরই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
বহুদিন ধরেই অ্যানিমিয়ার সমস্যায় ভুগছিলেন মাধবী মুখোপাধ্যায়। চিকিৎসকরা খতিয়ে দেখছেন তাঁর অন্যান্য শারীরিক সমস্যা রয়েছে কিনা। আপাতত, চিকিৎসকদের কড়া নজরে রয়েছেন তিনি। ইসিজি করার সিদ্ধান্ত ননেওয়া হয়েছে। অভিনেত্রীর শ্বাসকষ্ট রয়েছে বলেও জানিয়েছেন চিকিৎসকরা।
যদিও অভিনেত্রীর পরিবারের তরফে জানানো হয়েছে, গুরুতর কোনও ব্যাপার নয়। রুটিন চেক আপের জন্যই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রবিবারই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে।
সদ্য আশিতে পা দিয়েছেন সত্যজিতের চারুলতার। আজ কিংবদন্তী অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়ের আশিতম জন্মদিন। বাঙালির মনে-হৃদয়ে তাঁর এভারগ্রিন উপস্থিতি। সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, মৃণাল সেন বাংলার তিন সেরা পরিচালকের নায়িকা হিসেবে প্রথম পছন্দই ছিলেন তিনিই।