প্রজাতন্ত্র দিবসের সকালেই পরপর পাঁচবার বিস্ফোরণে কেঁপে উঠল অসম। জানা গিয়েছে ধুলিয়াজান, সোনারী, ডিব্রুগড়-সহ একাধিক এলাকায় বিস্ফোরণ হয়েছে। তবে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
এদিন সকালে ধুলিয়াজানে আইইডি বিস্ফোরণের খবর পাওয়া গিয়েছে। প্রজাতন্ত্র দিবসের সকালেই এমন ঘটনাকে কাপুরুষোচিত বলে অ্যাখ্যা দিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোওয়াল।
পুলিশ সূত্রে খবর, আজ সকালে ধুলিয়াজান থানার সামনে প্রথমে বিস্ফোরণটি হয়। জানা গিয়েছে, একটি বাইকে করে এসে দুই যবক থানার সামনে বোমা রেখে গিয়েছিল। কিছুক্ষণ পরেই বিকট শব্দে কেঁপে ওঠে থানা সংলগ্ন এলাকা। এরপর ডিব্রুগড় শহরের গ্রাহাম বাজার ও একটি গুরুদ্বারের সামনে দু’টি বিস্ফোরণ ঘটে। পঞ্চম বিস্ফোরণটি ঘটে সকাল ৮টা নাগাদ অসমের সোনারীর টিয়াকঘাট এলাকায়।
ইতিমধ্যেই বিস্ফোরণস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে পুলিশ। কে বা কারা এই বিস্ফোরণের সঙ্গে যুক্ত তা জানতে তদন্ত শুরু হয়েছে। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা। চিরুনি তল্লাশিও শুরু করেছে সেনা। এখনও কোনও জঙ্গি সংগঠন এই ঘটনায় দায় স্বীকার করেনি।
অসম পুলিশ সূত্রে খবর, গত এক সপ্তাহে গোটা রাজ্য জুড়ে প্রায় ৬৪৪ জন জঙ্গি আত্মসমর্পণ করেছে। প্রজাতন্ত্র দিবসের আগে উলফা স্বাধীনের তরফে অসমের বিভিন্ন জায়গায় বনধের আগাম হুমকিও দেওয়া হয়েছিল। এর আগেও বেশ কয়েকবার এমন বিশেষ বিশেষ দিনে অসমে অশান্তি ছড়িয়েছে পরেশ বড়ুয়ার উলফা স্বাধীন সংগঠন। এদিনের বিস্ফোরণেও উলফারই হাত রয়েছে কিনা তা জানতে তদন্ত শুরু করেছে অসম পুলিশ। এই বিস্ফোরণে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী।