অভিন্ন দেওয়ানী আইনের গন্ধ পেতেই “পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া “র মত বিচ্ছিন্নতাবাদী মৌলবাদী সংগঠনগুলো দেশবাসীকে জ্ঞান দেওয়া শুরু করেছে। গত সাত দশক ধরে ইসলামিক মৌলবাদ ও তাদের পৃষ্ঠপোষকরা ভারত নিয়ে তাদের ইনকমপ্লিট এজেন্ডাকে কমপ্লিট করার জন্যে যে হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে যাচ্ছে অভিন্ন দেওয়ানী চালু হোলে তাদের সেই লক্ষ্য পূরণ ব্যর্থ হয়ে যাবে তাই তাদের এত চিল চিৎকার।
ভারত ভেঙ্গে পাকিস্তান তৈরি ছিল প্যান ইসলামের প্রাথমিক কাজ। তাতে তারা সফল হয়েছে। তাদের অভিন্ন হৃদয় বন্ধু নেহেরু, গান্ধীর জন্যে খণ্ডিত ভারত হিন্দু রাষ্ট্র হয় নি। অর্ধেক মুসলমান পাকিস্তানে না গিয়ে খণ্ডিত ভারতেই থেকে গেছে তাদের অসমাপ্ত কাজ ” গজ ওয়া হিন্দ ” নির্মাণের লক্ষ্যে। কেন্দ্রে কংগ্রেস সরকার বিভিন্নভাবে সরকারি নীতি নির্ধারণে তাদের সাহায্য করে গেছে। শাহবানু মামলায় সুপ্রীম কোর্টের এক আইন বলবতের রায়কে নস্যাত করে দিয়ে কংগ্রেসী প্রধানমন্ত্রী রাজীব গান্ধী ” মুসলিম পার্সোনাল ল ” উপহার দিয়ে ” গজ ওয়া হিন্দ “প্রতিষ্ঠার কাজে গতি এনে দিয়েছে।
আজও দেশের অধিকাংশ বিরোধী দল নেতা, মিডিয়া, সেকুলার বুদ্ধিজীবী, বজ্জাত কমিউনিস্ট সবাই প্যান ইসলামের মস্ত বড় হাতিয়ার। তাই ধর্মনিরপেক্ষতার ভুয়ো নীতির কথা বলে ইসলামকেই পিঠ চাপড়ে যাচ্ছে।
ধর্মনিরপেক্ষ দেশে কেন বিশেষ ধর্মীয় আইন থাকবে এ প্রশ্ন কেউ তোলে না। হিন্দুরা চিরকাল তিন নম্বর ছাগলছানার মত লাফিয়েই গেল। হিন্দু মুসলমান দ্বিজাতিতত্বর ভিত্তিতে দেশভাগের পরেও পাকিস্তান মুসলিম রাষ্ট্র হোলে ভারত কেন হিন্দু রাষ্ট্র হবে না এই প্রশ্ন হিন্দু তোলে না। যে মুসলিম সমাজ একদিন বলেছিলো ” হিন্দু মুসলিম পৃথক জাতি, মুসলিমের ধর্ম সংস্কৃতি, খাদ্য চিন্তাভাবনা, পারিবারিক নিয়ম কানুন হিন্দুর থেকে আলাদা তাই হিন্দুর পাশাপাশি মুসলমান বাস করতে পারে না “।
তাহলে পাকিস্তান নিয়ে নেবার পরেও তারা হিন্দুর পাশাপাশি ভারতে রয়ে গেল কি করে? এটাই তাদের ছলনা আর এই ছল চাতুরী গত সাত দশক ধরেই মুসলিমরা হিন্দুর সাথে করে এসেছে আর এতে মদত জুগিয়েছে কংগ্রেস কমিউনিস্ট হিন্দু বিরোধী রাজনৈতিক কারবারিরা।
হিন্দুরা কেন মুসলিমরা ভারতে থাকবে এ প্রশ্ন তোলে নি ঠিকই কিন্তু এদেশে কোন পার্সোনাল আইন চলবে না। সবার জন্যে সমান আইন সমান বিচার কেন হবে না? তাই অভিন্ন দেওয়ানী আইন সময়ের দাবী। এই দাবী সমস্ত রাষ্ট্রবাদী মানুষের। এটার বিরোধিতা করে নিজেদের আসল চরিত্রটাই এই মৌলবাদীরা প্রকাশ করে ফেলছে। 370, রাম মন্দিরের ক্ষেত্রেও রাষ্ট্রবিরোধীরা চেঁচিয়েছিল কিন্তু লাভ হয় নি। এবারও লাভ হবে না। ক্ষমতা থাকলে আটকিও।