প্রায় আটশো পয়েন্ট বৃদ্ধি সেনসেক্সের

সোমবার রীতিমতো ঘুরে দাঁড়াল শেয়ারবাজার৷ ঝিমিয়ে পড়া অর্থনীতিকে চাঙ্গা করতে অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের ঘোষণার সুফল পেতে দেখা গেল সেনসেক্স এবং নিফটিকে ৷ যারফলে এদিনে সেনসেক্স বাড়ল প্রায় ৮০০ পয়েন্টের৷

দিনের শেষে দেখা গিয়েছে সেনসেক্স গত দিনের তুলনায় ৭৯৩ পয়েন্ট উঠে ৩৭.৪৯৪.১২ পয়েন্টে অবস্থান করছে ৷ ৩০টি শেয়ারের মধ্যে ২২টি শেয়ারের দাম বেড়েছে৷ অন্যদিকে নিফটি ২২৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১,০৫৭.৮৫ পয়েন্টে৷ ৫০ শেয়ারের মধ্যে ৩৭টি শেয়ারেরই দাম বেড়েছে ৷ এদিন নিফটি ঘোরাফেরা করেছে ১১,০৭০.৩০ থেকে ১০৭৫৬.৫৫ পয়েন্টে এবং সেনসেক্স ঘোরাফেরা করেছে ৩৭,৫৪৪.৪৮ থেকে ৩৬,৪৯২.৬৫ পয়েন্টে৷

শুক্রবারই সীতারমন একগুচ্ছ ঘোষণা করেছিলেন অর্থনীতির বেহাল দশা কাটিয়ে চাঙ্গা করতে৷ সেদিন তিনি গত জুলাইতে বাজেটে থাকা প্রস্তাব থেকে একগুচ্ছ কর প্রত্যাহার করে নেন৷

পাশাপাশি রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলির জন্য ৭০ হাজার কোটি টাকার মূলধন দেওয়ার কথাও বলা হয়েছে ৷এর ফলে ঋণ পাওয়া এবং নগদের জোগান বাড়বে বলে আশা করা হচ্ছে।

২০১৯ সালের ২০মে পরে এদিন সর্বোচ্চ বৃদ্ধি হয়েছে সেনসেক্সের৷ ১২টির মধ্যে ১১টি রাষ্ট্রায়ত্ত সংস্থার শেয়ারের দাম বেড়েছে ৷ অন্যদিকে নিফটিতে মূলধনী বাজার বৃদ্ধি পেয়েছে দুই লক্ষ কোটি টাকা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.