বিজেপি জোটের জয়জয়কারে ৬০০ পয়েন্ট পেরোল সেনসেক্স

বুথফেরত সমীক্ষার পর থেকেই বিজেপি নেতৃত্বাধীন এনডিএ ভোটে জিতছে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে৷ তার জেরে ক্রমে বাড়তে দেখা গিয়েছে বিএসই এবং এনএসই সূচক৷

বুথফেরত সমীক্ষার পর থেকেই বিজেপি নেতৃত্বাধীন এনডিএ ভোটে জিতছে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে৷ তার জেরে ক্রমে বাড়তে দেখা গিয়েছে বিএসই এবং এনএসই সূচক৷

এদিন বাজার খুলতেই ৬৬৮.১২ পয়েন্ট বেড়ে যায় সেনসেক্স৷ পাল্লা দিয়ে বাড়ে নিফটিও৷ সূচকের বৃদ্ধি ৭২৭.৫০ পয়েন্ট৷ এই বৃদ্ধির ফলে দিনের শুরুতেই সেনসেক্স পৌঁছে গিয়েছে ৩৯,৭৭৮.৩৩ পয়েন্টে৷ অন্যদিকে, নিফটি অবস্থান করে গিয়েছে ৩১২৫৪.৩০ পয়েন্টে৷ এখনও পর্যন্ত এনডিএ ৩০৩ ইউপিএ ১১৬ এবং অন্যন্য ১১২ আসনে এগিয়ে রয়েছে। শেয়ার সূচকের এই বৃদ্ধি তারই জের বলে মনে করা হচ্ছে৷

এক্সিট পোলের দিনও একই ছবি ধরা পড়েছিল। ১৯ মে বাজার খুলতেই ৭৬.৪৬ পয়েন্ট বেড়ে গিয়েছিল সেনসেক্স৷ পাল্লা দিয়ে বেড়েছিল নিফটিও৷ সূচকের বৃদ্ধি ছিল ১৫.৮০ পয়েন্ট৷ এই বৃদ্ধির ফলে দিনের শুরুতেই সেনসেক্স পৌঁছে গিয়েছিল ৩৯,০৪৬,৪৬ পয়েন্টে৷ অন্যদিকে, নিফটি অবস্থান করে ১১,৭২৪,৯০ পয়েন্টে৷

রবিবারই ছিল সাত দফা নির্বাচনের শেষদিন৷ নির্বাচন শেষ হলে সন্ধ্যা ৬টার পর বুথফেরত সমীক্ষা দেখাতে থাকে বিভিন্ন সংবাদমাধ্যম৷ নিদিষ্ট আসন সংখ্যা নিয়ে তারতম্য থাকলেও এবিপি-নিয়েলসেন, টাইমস নাও-ভিএমআর, রিপাবলিক-সি ভোটার, টুডেজ চাণক্য ইত্যাদি সংস্থার সমীক্ষাই ফের বিপুল ভোটে জিতে এনডিএ-র সরকার গড়ার ইঙ্গিত দিয়েছে।

নেতৃত্বাধীন এনডিএ ভোটে জিতছে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে৷ তার জেরে ক্রমে বাড়তে দেখা গিয়েছে বিএসই এবং এনএসই সূচক৷

এদিন বাজার খুলতেই ৬৬৮.১২ পয়েন্ট বেড়ে যায় সেনসেক্স৷ পাল্লা দিয়ে বাড়ে নিফটিও৷ সূচকের বৃদ্ধি ৭২৭.৫০ পয়েন্ট৷ এই বৃদ্ধির ফলে দিনের শুরুতেই সেনসেক্স পৌঁছে গিয়েছে ৩৯,৭৭৮.৩৩ পয়েন্টে৷ অন্যদিকে, নিফটি অবস্থান করে গিয়েছে ৩১২৫৪.৩০ পয়েন্টে৷ এখনও পর্যন্ত এনডিএ ৩০৩ ইউপিএ ১১৬ এবং অন্যন্য ১১২ আসনে এগিয়ে রয়েছে। শেয়ার সূচকের এই বৃদ্ধি তারই জের বলে মনে করা হচ্ছে৷

এক্সিট পোলের দিনও একই ছবি ধরা পড়েছিল। ১৯ মে বাজার খুলতেই ৭৬.৪৬ পয়েন্ট বেড়ে গিয়েছিল সেনসেক্স৷ পাল্লা দিয়ে বেড়েছিল নিফটিও৷ সূচকের বৃদ্ধি ছিল ১৫.৮০ পয়েন্ট৷ এই বৃদ্ধির ফলে দিনের শুরুতেই সেনসেক্স পৌঁছে গিয়েছিল ৩৯,০৪৬,৪৬ পয়েন্টে৷ অন্যদিকে, নিফটি অবস্থান করে ১১,৭২৪,৯০ পয়েন্টে৷

রবিবারই ছিল সাত দফা নির্বাচনের শেষদিন৷ নির্বাচন শেষ হলে সন্ধ্যা ৬টার পর বুথফেরত সমীক্ষা দেখাতে থাকে বিভিন্ন সংবাদমাধ্যম৷ নিদিষ্ট আসন সংখ্যা নিয়ে তারতম্য থাকলেও এবিপি-নিয়েলসেন, টাইমস নাও-ভিএমআর, রিপাবলিক-সি ভোটার, টুডেজ চাণক্য ইত্যাদি সংস্থার সমীক্ষাই ফের বিপুল ভোটে জিতে এনডিএ-র সরকার গড়ার ইঙ্গিত দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.