আত্মনির্ভরতার পথে আরও একধাপ এগোল ভারত। এবার ১৮ টি প্রতিরক্ষা সংক্রান্ত অস্ত্র বা সরঞ্জাম আমদানি করা বন্ধ করে দেওয়া হল। সেগুলো তৈরি হচ্ছে ভারতেই। শুক্রবার সংসদে এক প্রশ্নের উত্তরে লিখিত ভাবে এ কথা জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক। তবে শুধু ১৮টি নয়, ধাপে ধাপে এমন ১০৮টি প্রতিরক্ষা সরঞ্জামই আমদানি বন্ধ করতে চায় ভারত। এই তালিকা বিভিন্ন শিল্পমহল, ভারতীয় সেনা সকলের সঙ্গে পরামর্শের পরেই নেওয়া হয়েছে৷
প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ‘১০১ টি বস্তুর একটি তালিকা তৈরি করেছে৷ এর আমদানিতে প্রতিবন্ধক লাগু করা হবে৷ এটা প্রতিরক্ষা ক্ষেত্রে ভারতকে আত্মনির্ভরতার পথে অনেকটা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে৷ এটা একটা বড় পদক্ষেপ৷’
সঙ্গে এও জানানো হয়েছে, ‘এই সিদ্ধান্ত ভারতের সুরক্ষা উদ্যোগকে নিজের পায়ে দাঁড়িয়ে বিকশিত হতে সাহায্য করবে৷ যা ভারতের সশস্ত্র সেনাকে নিজেদের ডিজাইনে তৈরি অতি প্রয়োজনীয় প্রতিটা জিনিস তৈরি করতে পারবে। ডিআর়ডিও দ্বারা তৈরি হওয়া ডিজাইন ও প্রযুক্তির ওপর নির্ভর করে যে জিনিসগুলি খুব অল্প পরিমাণে ভারতে তৈরি হত এবার সেগুলো ব্যাপক পরিমাণে উৎপাদনের জন্য বড় মঞ্চ পাবে’।
২০১৫ -র এপ্রিলে থেকে ২০২০ আগস্টের মাঝামাঝি এই সময়ে ৩.৫ লক্ষ কোটি টাকার এই দ্রব্য ভারতীয় সেনার তিনটি বিভাগের জন্য খরচ হয়েছে৷ অনুমান করা হচ্ছে এই সিদ্ধান্তের ফলে ৬-৭ বছরে ভারতীয় শিল্প উৎপাদকরা ৪ লক্ষ কোটি টাকার বরাত পাবেন৷ আরও জানা গেছে, এই সিদ্ধান্তের ফলে আগামী ৬-৭ বছরে সেনা ও বায়ুসেনার জন্য ১, ৩০, ০০০ কোটি টাকার উৎপাদিত দ্রব্য প্রস্তুত হবে৷ অন্যদিকে নৌসেনার জন্য ১, ৪০, ০০০ কোটি টাকার উৎপাদিত দ্রব্য প্রস্তুত হবে৷