মোদী এবং যোগীই তাঁর আইডল। তাঁদের দেখেই ইসলাম ত্যাগ করে হিন্দু ধর্ম গ্রহণ করেছেন রেলের অবসরপ্রাপ্ত কর্মচারি জামিল আহমেদ। সমস্যা শুরু হয়েছে তারপর থেকেই। ইসলাম ত্যাগ করায় ক্রমাগত প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে তাঁকে। বাদ যাচ্ছে না তাঁর পরিবারও। ফলে অসহায় অবস্থায় দিন কাটছে প্রৌঢ়ের।
উত্তরপ্রদেশের ফতেপুর সদরের কোতোয়ালি প্যাটেল নগরের বাসিন্দা ওই বৃদ্ধ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছ থেকে অনুপ্রাণিত হয়ে ধর্ম পরিবর্তনের সিদ্ধান্ত নেন। রেলওয়ের অবসরপ্রাপ্ত কর্মচারী জামিল আহমেদ নামের ওই ব্যক্তি হনুমান মন্দিরে সমস্ত রীতিনীতি মেনে হিন্দু ধর্ম গ্রহণ করেন।
তাঁর কথায়, ‘আমি একজন শিক্ষিত ব্যক্তি। এই সিদ্ধান্ত নেওয়ার আগে আমি সমস্ত ধর্ম সম্পর্কে বিশদে জানার চেষ্টা করেছি। তারপরেই আমি বুঝতে পারি যে, একমাত্র সনাতন ধর্মই হল এমন একটি ধর্ম যা সবাইকে নিয়ে চলতে পারে। এছাড়াও, এখানে শান্তি ও অহিংসার বাণীও রয়েছে। আমি নিজে অত্যন্ত শান্তপ্রিয় মানুষ। তাই, আমি কখনোই হিংসা চাইনা। কিন্তু, ইসলাম ধর্মে বিভিন্ন হিংসাত্মক ঘটনা দেখেছি। আর সেইজন্যই আমি এই সিদ্ধান্ত নিই’।
এদিকে, ধর্মান্তরিত হওয়ার পরেই ওই বৃদ্ধ এবং তাঁর পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার পরিবারের সকলের ওপর মানসিক নির্যাতন করা হচ্ছে। আমার স্ত্রী, সন্তান, নাতি-নাতনি সকলেই এর শিকার। আমার স্ত্রীর শারীরিক অবস্থা ভেঙে পড়েছে’।