দ্বিতীয় মেয়াদের প্রথম দিন থেকেই যেন দম দিয়ে কাজে নেমেছে নরেন্দ্র দামোদর দাস মোদী সরকার।
মন্ত্রিসভার বৈঠক ডেকে এ দিন গুচ্ছ সিদ্ধান্ত ঘোষণার পাশাপাশি সরকারের তরফে জানিয়ে দেওয়া হল, জুলাই মাসের ৫ তারিখ নতুন সরকারের প্রথম বাজেট পেশ করা হবে সংসদে।
এর আগে ফেব্রুয়ারি মাসে অন্তবর্তী বাজেট পেশ করেছে সরকার। তাতে বেতনভোগী মধ্যবিত্ত শ্রেণির জন্য বেশ কিছুটা কর ছাড়ের ঘোষণা করা হয়। তা ছাড়া কৃষকদের বছরে ৬ হাজার টাকা অনুদান সহ বেশ কিছু জনমোহিনী প্রকল্প ঘোষণা করা হয়েছিল তাতে। এ বার পুরোদস্তুর বাজেট ঘোষণা করা হবে।
বলাবাহুল্য প্রথম বাজেট কেমন হবে তা নিয়ে এখনও পর্যন্ত বড় কোনও ইঙ্গিত পাওয়া যায়নি। তবে নীতি আয়োগের কর্তাদের মন্তব্য থেকে অনেকে আন্দাজ করছেন, আর্থিক সংস্কারের লক্ষ্যে বলিষ্ঠ পদক্ষেপ করতে পারে সরকার। সেই সঙ্গে পরিকাঠামো উন্নয়ন খাতে বিপুল বিনিয়োগের কথাও হয়তো বলা হবে। যাতে কর্মসংস্থানের আরও সুযোগ তৈরি হয়।
এ দিন মন্ত্রিসভার বৈঠকের পর জানানো হয়েছে, আগামী ১৯ জুন লোকসভার স্পিকার পদে নির্বাচন হবে। তার পর দিন সংসদের যৌথ অধিবেশনে বক্তৃতা দেবেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। কেন্দ্রে নতুন সরকার গঠিত হলে যৌথ অধিবেশনে রাষ্ট্রপতির বক্তৃতা দিয়েই সংসদের কাজ শুরু হয়।
মন্ত্রিসভার বৈঠকের পর তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভরেকর জানান, নিয়ম মতো বাজেট ঘোষণার আগের দিন তথা ৪ জুলাই আর্থিক সমীক্ষা পেশ করা হবে সংসদে।