জম্মুর সাম্বায় পাকিস্তানের আউটপোস্ট লাগোয়া বড়সড় সুড়ঙ্গের সন্ধান পেল ভারতীয় সেনা। সুড়ঙ্গটি পাকিস্তান থেকে ভারতে প্রবেশ করতে ব্যবহার করত জঙ্গিরা। বৃহস্পতিবার এই খবর জানিয়েছে কেন্দ্রীয় সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফ।
প্রতিকূল পরিবেশে সেনার নজর এড়িয়ে ভারতীয় ভুখণ্ডে প্রবেশ করার কাজে পাক জঙ্গিদের মদত দেয় সেদেশের সেনা। আর সেই কাজে অনেক সময়ই এই সুড়ঙ্গ পথ ব্যবহার করে জেহাদিরা। তাৎপর্যপূর্ণ ব্যাপার হল বৃহস্পতিবার ভারতীয় সেনা যে সুড়ঙ্গটির হদিশ পেয়েছে সেটি ঠিক পাক সেনার আউটপোস্টের উলটোদিকে অবস্থিত। ভারতীয় নিরাপত্তা আধিকারিকরা মনে করছেন, পাক সেনার মদতেই এই সুড়ঙ্গ দিয়ে সীমান্তের এপারে ঢুকে পড়ত জঙ্গিরা।
দিনকয়েক আগেই কাশ্মীরের সুঞ্জওয়ানে সিআরপিএফের বাসে হামলা চালায় জঙ্গিরা। তাতে ৪ জন সিআরপিএফ জওয়ান শহিদ হন। ওই ঘটনার পর থেকেই আন্তর্জাতিক সীমান্ত বরাবর চিরুনি তল্লাশি শুরু করেছে সেনা। সেই তল্লাশি চলাকালীনই সাম্বা সেক্টরে সুড়ঙ্গটির খোঁজ মিলেছে।
গত এক দশকে এই ধরনের মোট ১১টি সুড়ঙ্গের হদিশ পেয়েছেন নিরাপত্তাকর্মীরা। গত দেড় বছরে এই নিয়ে ৫টি সুড়ঙ্গের হদিশ মিলল সাম্বা সেক্টরে। সেনার তরফে জানানো হয়েছে, সুড়ঙ্গটি ২ ফুট চওড়া এবং প্রায় ১৫০ মিটার লম্বা। সুড়ঙ্গের ভিতর থেকে ২১টি বালি-ভরতি বস্তা উদ্ধার হয়েছে। অমরনাথ যাত্রায় হামলা চালানোর উদ্দেশ্যে এই সুড়ঙ্গটি ব্যবহার করার ছক কষেছিল জেহাদিরা।