করোনাভাইরাস-প্রকোপের কারণে এই মুহূর্তে ইরানে আটকে রয়েছেন অসংখ্য ভারতীয় নাগরিক। ‘সমুদ্র সেতু অভিযান‘-এর অংশ হিসেবে এবার ইরানে (Iran) আটকে থাকা ভারতীয় নাগরিকদের দেশে ফিরিয়ে আনার জন্য ইরান পৌঁছল ভারতীয় নৌবাহিনীর জাহাজ আইএনএস ‘শার্দুল’।
নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতীয়দের দেশে ফিরিয়ে আনতে ইরান পৌঁছেছে নৌবাহিনীর জাহাজ আইএনএস ‘শার্দুল‘ (Shardul), সোমবার সকালেই ইরানের বন্দর আব্বাস বন্দরে পৌঁছেছে আইএনএস ‘শার্দুল’। ইরান থেকে ২০০-রও বেশি ভারতীয় নাগরিককে দেশে ফিরিয়ে আনবে আইএনএস ‘শার্দুল’। ইরানের আব্বাস বন্দর থেকে গুজরাটের পোরবন্দর পৌঁছবে নৌবাহিনীর এই জাহাজ।
প্রসঙ্গত, ‘সমুদ্র সেতু অভিযান’-এর অংশ হিসেবে ইতিমধ্যেই শ্রীলঙ্কা এবং মালদ্বীপ থেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে ভারতীয় নাগরিকদের। এবার ইরান থেকে দেশে ফিরিয়ে আনা হবে ২০০-রও বেশি ভারতীয় নাগরিককে।