‘দাওয়াতে ইসলামি’ র বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু করল সরকার। নূপুর শর্মার সমর্থনে পোস্ট করায় উদয়পুরে কানহাইয়ালালকে গলা কেটে খুন করে মহম্মদ রিয়াজ আত্তারি এবং ঘাউস মহম্মদ নামের ২ মুসলিম যুবক। এই দুজনই ‘দাওয়াতে ইসলামি’ সংগঠনের সঙ্গে জড়িত বলে জানা গেছে।
এরপরই নড়েচড়ে বসে সরকার। দাওয়াতে ইসলামির বিরুদ্ধে এবার কড়া ব্যবস্থা নেওয়া হল। পিলভিটে এই ইসলামিক সংগঠনের বিরুদ্ধে নোটিস জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে। ২ দিনের মধ্যে এলাকার সমস্ত ‘দাওয়াত’ স্কুল বন্ধ করতে হবে। নাহলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
১৯৮১ সালে পাকিস্তানের করাচিতে মৌলানা ইলিয়াস আত্তারি ‘দাওয়াত-ই-ইসলামি’ গঠন করে। বর্তমানে ১৯৪ টি দেশে ছড়িয়ে আছে এদের সংগঠন। ভারতের দিল্লি এবং মুম্বইতে এদের অফিস রয়েছে। ইলিয়াস আত্তারির কারণে দাওয়াত-ই-ইসলামীর সঙ্গে যুক্ত ব্যক্তিরা তাঁদের নামের সঙ্গে আত্তারি লাগান। উদয়পুরের ঘটনায় অভিযুক্ত মহম্মদ রিয়াজও নিজের নামের সঙ্গে আত্তারি ব্যবহার করত।
এদের মূল উদ্দেশ্য হল শরিয়া আইনের প্রচার এবং এর শিক্ষা বাস্তবায়ন করা। উল্লেখ্য, ‘দাওয়াতে ইসলামী’ তার মতাদর্শ প্রচারের জন্য একটি চ্যানেল খুলেছে, যার নাম মাদানী। এই চ্যানেলে উর্দুর পাশাপাশি ইংরেজি ও বাংলা ভাষাতেও অনুষ্ঠান সম্প্রচার করা হয়। চ্যানেলটি পাকিস্তান থেকে পরিচালিত।