ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদের সর্বভারতীয় সমন্বিত ফল গবেষণা প্রকল্প, তপশিলি জাতির বাগানীদের জন্য বিশেষ পরিকল্পনার আয়োজন করে; সারাদিন ব্যাপী একটি কৃষক প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়। সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই শিবিরে গাইঘাটা এবং ক্যানিং ব্লকের প্রায় পঁচিশজন তপশিলি জাতির কৃষক ও উদ্যান-পালক অংশগ্রহণ করেন।
অংশ নেবার জন্য সকলে এনেছিলেন তপশিলি জাতির শংসাপত্রের প্রত্যয়িত কপি। তাদের ফলচাষ বিষয়ক নানান সরকারী সহায়তা (যেমন প্রযুক্তিগত ও উপকরণগত সহায়তা) যথাসম্ভব দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। এই দিন তাদের কৃষি যন্ত্রপাতি ও অন্যান্য সামগ্রীর প্রথম দফা তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন গাইঘাটা ব্লকের সন্ন্যাসী স্বামী দেবেশানন্দজী মহারাজ। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন প্রকল্প আধিকারিক অধ্যাপক ড. দিলীপ কুমার মিশ্র। এছাড়া উপস্থিত থেকে প্রশিক্ষণ দেন অধ্যাপক ড. ফটিক কুমার বাউরি এবং অধ্যাপক ড. কল্যাণ চক্রবর্তী। অধ্যাপক চক্রবর্তী সমগ্র দিনব্যাপী অনুষ্ঠানের সঞ্চালনাও করেন। অনুষ্ঠানের শেষে প্রত্যেককে শংসাপত্র বিতরণ করা হয়।