বিজেপি নেতা সায়ন্তন বসুর উপর হামলা৷ ভেঙে দেওয়া হল তার গাড়ি৷ প্রতিবাদে রাস্তা অবরোধ৷ এলাকায় বসানো হয়েছে পুলিশ পিকেটিং৷
বিজেপি নেতা সায়ন্তন বসুর উপর হামলা৷ ভেঙে দেওয়া হল তার গাড়ি৷ প্রতিবাদে রাস্তা অবরোধ৷ এলাকায় বসানো হয়েছে পুলিশ পিকেটিং৷
শুক্রবার পূর্ব মেদিনীপুরের ভুপতিনগর থানা যান বিজেপি নেতা সায়ন্তন বসু৷ তখনই তাকে উদ্দেশ্য করে গো ব্যাক স্লোগান দেওয়া হয়৷ থানা থেকে বের হওয়ার পর তাকে ঘিরে ধরে হামলা চালানো হয় বলে অভিযোগ৷ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয়৷
বিজেপি নেতা সায়ন্তন বসুর অভিযোগ, পুলিশের সামনেই তার উপর হামলা চালায় তৃণমূল৷ কিন্তু পুলিশ ঠুঁটো জগন্নাথের মত দাঁড়িয়ে ছিল৷ আমার গাড়ি ভাঙ্গচুর করা হয়েছে৷ তাছাড়া আরও কয়েকটি গাড়ি ভাঙ্গচুর করা হয়৷ আমাদের কর্মীদের মারধর করা হয়েছে৷ এরপর একটি পার্টি অফিসে আশ্রয় নেই৷ সেখান থেকে ঝাড়গ্রামে যাব৷
তিনি আরও জানান, ৩০০-৩৫০ তৃণমূল কর্মীরা লাঠি ও ইট নিয়ে তাদের ওপর হামলা চালায়৷ এর প্রতিবাদে বিজেপি কর্মী ও সমর্থকরা রাস্তা অবরোধ করে৷ সায়ন্তন বসুর অভিযোগ, গত ৫-৬ দিন ধরে ভুপতিনগর থানা এলাকায় ডাঙ্গা হাঙ্গামা চলছে৷
বিজেপি কর্মী ও সমর্থকদের মারধর করা হচ্ছে৷ কিছুদিন আগে একজন মহিলাকে মেরে দেওয়া হয়েছে৷ যদিও তৃণমূলের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ শাসকদল অস্বীকার করেছে৷