যোগী সরকার দ্বিতীয়বারের মতো ক্ষমতায় এসেছে। ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যের আইন ব্যবস্থার উপর ফের জোর দিতে থাকেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মুখ্যমন্ত্রীর নির্দেশমতো পুলিশ প্রশাসন তৎপর হয়ে ওঠে। তল্লাশি থেকে শুরু করে গ্রেফতারি বাড়তে থাকে। এমন অবস্থায় বহু অপরাধী, দুষ্কৃতীরা থানায় এসে আত্মসমর্পণ করে যায়। আবার কেউ কেউ গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে আত্মসমর্পণ করতে চলে আসছে থানায়। এবারেও, সেই একই ছবি দেখা গেল উত্তরপ্রদেশের মুজাফফরনগরে এলাকায়।
সূত্রের খবর, ওই এলাকার দুই কুখ্যাত দুষ্কৃতী গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে আত্মসমর্পণ করেছে থানায়। ইতিমধ্যেই, এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। দুষ্কৃতীরা পুলিস আধিকারিকের কাছে অনুরোধ করে বলে, ‘আমাদেরকে বাঁচিয়ে দিন স্যার। আমাদের বাড়ীতে ছোট ছোট বাচ্চা রয়েছে। আমরা কখনও আর কোন ধরনের অপরাধের সঙ্গে যুক্ত থাকব না। আগামী দিনে যদি আর কোন রকমের অপরাধের সঙ্গে যুক্ত থাকি, তাহলে আমাদেরকে গুলি করে দেবেন।’
সোশ্যাল মিডিয়ায় দুষ্কৃতীদের আত্মসমর্পণ করার ভিডিওটি ভাইরাল হতেই নেটিজেনরা প্রশংসা করেছে উত্তরপ্রদেশ সরকারের। বিশেষজ্ঞদের দাবি, যোগী আদিত্যনাথের আমলে একের পর এক দুষ্কৃতী নিজেরাই থানায় এসে আত্মসমর্পণ করে যাচ্ছে। এর ফলে, রাজ্যে সুশাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হচ্ছে। দুষ্কৃতীদের উদ্দেশ্যে পুলিশ আধিকারিক জানিয়েছেন, ‘এবার থেকে তোমরা প্রতিদিন থানায় হাজিরা দিয়ে যাবে। আর কোন অপরাধের সঙ্গে যুক্ত থাকবে না।’