কোনো মুসলিম মহিলা তাঁর স্বামীর ইচ্ছের বিরুদ্ধে গিয়ে নবরাত্রিতে উপোষ করতে চাইলে স্বামীর উচিত দ্বিতীয়বার না ভেবে স্ত্রীকে সঙ্গে সঙ্গে তালাক দেয়া কারণ এই ধরণের চিন্তা ধারা ইসলাম বিরুদ্ধ। এমনটাই নির্দেশ সৌদি আরবের ধর্মপ্রচারক আসিম আল হাকিমের।
মৌলানা উফকানি নাম এক টুইটার ব্যবহারকারীর এক প্রশ্নের উত্তরে হাকিম এই নিদান দেয়।
উফকানি জানায় যে তার স্ত্রী নবরাত্রিতে চারদিন ধরে উপোষ করছে ও দূর্গা পুজো উদযাপন করতে চায়। সে জানতে চায় ইসলাম এর অনুমতি দেয় কিনা।
ওই ব্যক্তি আরো জানায় যে তার স্ত্রীকে মারধর করা উচিত কিনা।
ধর্মান্ধ হাকিম উত্তরে জানায় যে হিন্দু ধর্মের উৎসব পালন করা কুফর অর্থাৎ বিধর্মীদের কাজ। সে আরো বলে এক্ষেত্রে মুসলিম স্বামীকে স্ত্রীকে তালাক দেয়া উচিত। “যদি তোমার স্ত্রী নবরাত্রি পালন করার ব্যাপারে বদ্ধপরিকর হয় তাহলে কোনো চিন্তা না করে তাকে তালাক দাও। এই ধরণের অমুসলিম স্ত্রীর সাথে তোমার থাকা উচিত নয়,” হাকিম টুইটারে লেখে ।