প্রথম ভারতীয় ডাবলস জুটি হিসেবে কোনও বিডব্লুএফ ৫০০ টুর্নামেন্টের ফাইনালে ওঠার নজির গড়লেন সাত্যিকসাইরাজ রানকিরেড্ডি-চিরাগ শেট্টি জুটি। প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়ার কো সুং হিউন-শিন বায়েক চেয়োল জুটিকে হারিয়ে থাইল্যান্ড ওপেনের ফাইনালে পৌঁছলেন দেশের পয়লা নম্বর ডাবলস জুটি।
ভারতীয় জুটি হিসেবে মরশুমে প্রথমবার কোনও টুর্নামেন্টের ফাইনালের যোগ্যতা অর্জন করলেন ২০১৮ কমনওয়েলথ গেমসে রুপোজয়ী এই জুটি। ১ ঘন্টা ৩ মিনিটের লড়াইয়ে শনিবার থাইল্যান্ড ওপেনের শেষ চারে কোরিয়ার জুটিকে পরাস্ত করলেন ভারতীয় এই জুটি।
সাত্যিক-চিরাগের পক্ষে ম্যাচের ফল ২২-২০, ২২-২৪, ২১-৯। রবিবার থাইল্যান্ড ওপেনের শিরোপা দখলের লড়াইয়ে চিনের লি জুন হুই এবং লিউ ইউ চেনের বিরুদ্ধে কোর্টে নামবেন তারা।
বিশ্ব র্যাংকিংয়ে ১৬ নম্বরে থাকা এই ভারতীয় জুটি চলতি টুর্নামেন্টে অবাছাই হিসেবেই অভিযান শুরু করে। প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন জুটির বিরুদ্ধে আগাগোড়া প্রাধান্য নিয়ে খেলেই ফাইনালের যোগ্যতা অর্জন করল ভারতীয় জুটি। উত্তেজক প্রথম গেমে অভিজ্ঞ দক্ষিন কোরীয় জুটির বিরুদ্ধে নার্ভ ধরে রেখে বাজিমাত করে যান দুই তরুণ ভারতীয় শাটলার। প্রথম গেমে ভারতীয় জুটির পক্ষে ফলাফল ২২-২০।
দ্বিতীয় গেম হয়ে ওঠে আরও আকর্ষণীয়। দীর্ঘ লড়াইয়ের পর এযাত্রায় অবশ্য অভিজ্ঞতায় বাজি মেরে যায় দক্ষিণ কোরিয়ার জুটি। ফল ২২-২৪। তৃতীয় তথা নির্ণায়ক গেমে প্রতিপক্ষকে বিশেষ সুযোগ দেওয়ার পক্ষপাতী ছিলেন না গোপীচাঁদ অ্যাকাডেমির দুই ছাত্র। দ্বিতীয় গেমে হারের পর দুরন্ত কামব্যাক করে নির্ণায়ক গেমে কার্যত একপেশে জয় ছিনিয়ে নেয় সাত্যিক-চিরাগ জুটি। ২১-৯ ব্যবধানে তৃতীয় গেম জয়ের সঙ্গে সঙ্গে প্রথবারের জন্য কোনও বিডব্লুএফ ৫০০ টুর্নামেন্টের ফাইনালে ওঠার নজির গড়ে অন্ধ্র-মহারাষ্ট্র কম্বিনেশন।