মর্যাদাপুরুষোত্তম রামচন্দ্রের সঙ্গে রাহুল গান্ধীর তুলনা টানলেন কংগ্রেস নেতা সলমন খুরশিদ। তিনি বলেন, রাহুল ‘অতিমানব’ এবং ‘তপস্যারত যোগী’। এমন তুলনা টানায় পাল্টা দিয়েছে বিজেপিও। তাদের প্রশ্ন, ‘কংগ্রেসকর্মীরা কি বানর সেনা’?
খুরশিদের এই মন্তব্যের প্রতিক্রিয়া দিয়েছে বিজেপি। খুরশিদ ভারত জোড়ো যাত্রার উত্তরপ্রদেশের কো-অর্ডিনেটর। ওই রাজ্যের বিজেপি নেতা তথা সাংসদ দুষ্মন্ত গৌতম বলেন, ‘রাহুল যদি রাম হন তবে কেন তাঁর সেনাবাহিনী পোশাক ছাড়া ঘোরাফেরা করে না। কংগ্রেসিদের পোশাক ছাড়াই ঘোরাফেরা করা উচিত, যেমন ভগবান রামের বানর সেনারা করত।’
বিজেপির মুখপাত্র হরিশ্চন্দ্র শ্রীবাস্তব বলেছেন, খুরশিদের মন্তব্য ছলনা ছাড়া আর কিছু নয়। বিপাকে পড়ে কংগ্রেস এখন রামনাম জপ করা শুরু করেছে।
প্রাক্তন কংগ্রেস সভাপতি তথা ভারত জোড়ো যাত্রায় দলের মুখ রাহুলকে কেন তিনি রামের সঙ্গে তুলনা করেছেন তার ব্যাখ্যা দিয়েছেন প্রবীন কংগ্রেস নেতা খুরশিদ। তিনি বলেন, আমরা যখন ঠান্ডায় জমে আছি এবং জ্যাকেট, হনুমান টুপি না পরে থাকতে পারছি না, রাহুল তখন টি-শার্ট পরে ঘুরছেন। এটা তিনি পারছেন কারণ, তিনি একজন যোগী। তিনি মনোযোগ দিয়ে তাঁর তপস্যা করছেন।’