আফগানিস্তানের দখল নিয়েছে তালিবানরা। চলছে তাণ্ডব। তাখার প্রদেশে বোরখা না পরার অপরাধে এক মহিলাকে গুলি করে মেরেছে তারা। মূর্তি থাকায় ছোটদের একটি পার্কে আগুন ধরিয়ে দিয়েছে। এই পরিস্থিতিতে তালিবানদের প্রশংসায় পঞ্চমুখ হলেন ভারতের অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য সাজ্জাদ নোমানি।
যে ভাবে আফগানিস্তানের ক্ষমতা দখল করেছে তালিবানরা তার প্রশংসা করে সাজ্জাদ নোমানি বলেন, ‘ভারতের মুসলমানরা তালিবানদের স্যালুট করে। আরও অভিযোগ, জঙ্গি গোষ্ঠীটির নাশকতামূলক কাজ-কর্মেরও প্রশংসা করেন তিনি। মুসলিম ল বোর্ডের একজন বর্ষীয়ান সদস্যের মুখে তালিবানদের এমন প্রশংসায় তীব্র বিতর্ক শুরু হয়েছে।
অবশ্য শুধু নোমানি নন, তালিবানদের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন সমাজবাদী পার্টির সাংসদ শফিকুর রহমান বার্কও। ভারতের স্বাধীনতা সংগ্রামীদের সঙ্গে তালিবানদের তুলনা টেনে তিনি বলেছেন, ‘রাশিয়া এবং আমেরিকার মতো শক্তিকে আফগানিস্তানে পরাস্ত করেছে তালিবান। এখন তাঁরা নিজের দেশের ক্ষমতায় আসতে চান। ভারতও ব্রিটিশদের অধীনে ছিল। স্বাধীনতার জন্য ভারতও লড়াই করেছে। এখন তালিবানরাও মুক্ত হতে চায়। এটা তালিনাদের ব্যক্তিগত বিষয়। তাঁরা নিজেদের ইচ্ছে মতো দেশ চালাতে পারে’।
ইতিমধ্যেই সাজ্জাদ নোমানি এবং শফিকুর রহমানের বিরুদ্ধে তোপ দেগেছে বিজেপি। তাদের কথায়, ‘তালিবানদের এভাবে সমর্থন জানানো সত্যি লজ্জাজনক’। তবে অভিযোগ, আফগানিস্তান দখল করার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় তালিবানদের খোলাখুলি সমর্থন জানিয়েছেন দেশের সাধারণ মুসলিম জনতার একাংশও।