মসজিদে মাইক ব্যবহার নিয়ে ক্রমশ বিতর্ক বাড়ছে। সম্প্রতি কর্নাটকের ৩০০ মসজিদে নোটিস পাঠায় বোম্মাই সরকার। স্পষ্ট বলা হয়, মাইকের আওয়াজ যেন মসজিদের বাইরে না আসে। এতে অসন্তুষ্ট মুসলিম সমাজ। সুন্নি উলেমা পরিষদের বক্তব্য, ‘২৪ ঘণ্টা অখণ্ড কীতর্নেও প্রচণ্ড শব্দ দূষণ হয়। সেই নিয়ে বলেন না কেন’?
স্পষ্টতই মসজিদে মাইক বন্ধে নারাজ সুন্নি উলেমা পরিষদের সাধারণ সম্পাদক হাজি মহম্মদ সালিস। এক্ষেত্রে কীর্তনের উদাহরণ টেনেছেন তিনি। হাজি সালিসের বক্তব্য, ‘২-৩ মিনিটে আজান শেষ হয়ে যায়। এনিয়েও তাঁদের সমস্যা? তিনি এটা দেখছেন না যে ২৪ ঘণ্টা অখন্ড কীর্তনে কী ধরণের শব্দ দূষণ হয়!’
এখানেই থামেননি সালিস। এই বিতর্কের মধ্যে হিজাবকেও টেনে এনেছেন তিনি। সালিসের কথায়, ‘পরিস্থিতিটা যেন এমন হয়ে যাচ্ছে যে যদি আমরা টুপি পরি, দাড়ি রাখি, হিজাব পরা হয় তাহলেই সমস্যার। আমরা কী খাচ্ছি সেটাও দেখা হচ্ছে। এনিয়ে গণপিটুনিও হয়েছে। কেন এটা হচ্ছে বোঝা যাচ্ছে না’।
এই নিয়ে ‘কিছু হিন্দু শক্তি’ র ঘাড়ে দোষ চাপিয়েছে সুন্নি উলেমা পরিষদ। হাজি সালিসের বক্তব্য, ‘বহু বছর ধরে বিভিন্ন ধর্মের মানুষ এই ভারতে একসঙ্গে বাস করেছেন। কিন্তু এখন পরিস্থিতি যেন আরও খারাপ হয়ে যাচ্ছে। যে সমস্ত মানুষরা বিরুদ্ধে রয়েছেন তারা এসবের জেরে মাথাচাড়া দেওয়ার সুযোগ পাচ্ছে।’