ভারত শান্তি রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ, তবে গালওয়ানে ভারতীয় সেনাদের বলিদান বৃথা যাবে না। চিনকে বুঝিয়ে দিলেন ভারতীয় বায়ুসেনা প্রধান আর কে এস ভাদুরিয়া (RKS Bhaduria)। শনিবার সকালে তেলেঙ্গানার হায়দরাবাদে এয়ার ফোর্স একাডেমিতে কম্বাইন্ড গ্রাজুয়েশন প্যারেড অনুষ্ঠানে যোগ দেন বায়ুসেনা প্রধান ভাদুরিয়া, অনুষ্ঠান শেষে বক্তব্য রাখতে গিয়ে বায়ুসেনা প্রধান বলেন, বিরাট চ্যালেঞ্জের মুখে যেভাবে ভারতের সার্বভৌমত্ব রক্ষার জন্য সাহস দেখিয়েছেন জওয়ানরা তা আসলে আমাদের দেশ রক্ষার সংকল্পকেই তুলে ধরেছে।
গত সোমবার রাতে পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত ও চিনের সেনাদের মধ্যে সংঘর্ষের জেরে কর্নেল সন্তোষ বাবু-সহ ২০ জন ভারতীয় সেনা আত্মবলিদান দিয়েছেন।
কর্নেল সন্তোষ বাবু-সহ ২০ জন ভারতীয় সেনাকে স্মরণ করে শনিবার বায়ুসেনা প্রধান বলেছেন, গালওয়ান উপত্যকায় প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (এলএসি) সুরক্ষিত রাখার সময় আত্মবলিদান দিয়েছেন কর্নেল সন্তোষ বাবু এবং তাঁর সাহসী যোদ্ধারা, তাঁদের শ্রদ্ধা জানান। অত্যন্ত কঠিন পরিস্থিতিতেও, যে কোনও মূল্যে ভারতের সার্বভৌমত্ব রক্ষার জন্য দৃঢ়তার পরিচয় দিয়েছেন তাঁরা। বায়ুসেনা প্রধান জানান, পাল্টা জবাব দিতে আমরা সর্বদা প্রস্তুত। আমি দেশবাসীকে আশ্বস্ত করতে চাই, গালওয়ানে সৈনিকদের বলিদান বৃথা যাবে না। বায়ুসেনা প্রধান আরও জানিয়েছেন, সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে আমরা অবগত। যে কোনও পরিস্থিতি মোকাবিলা করার জন্য আমরা সর্বদা প্রস্তুত।