ইসলাম ছেড়ে হিন্দু ধর্ম গ্রহণ করলেন কেরালার নামী অভিনেত্রী সাবিনা আব্দুল লতিফ । পুরোনো নাম ছেঁড়ে তিনি এখন লক্ষীপ্রিয়া নাম সবার কাছে পরিচিত।
লক্ষীপ্রিয়ার বক্তব্য, ” এটা তো ঘরে ফেরা। আমরা তো একসময় বা কয়েক যুগ আগে হিন্দুই ছিলাম , পরে আমার পূর্ব পুরুষরা কালচক্রে হিন্দু ধর্ম ছেড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে। এটাই সৃষ্টির নিয়ম, যা চিরন্তন তাই থাকবে। জোর করে চাপিয়ে দেয়া কোনো কিছু চিরস্থায়ী নয়। এখন ইসলাম ছেড়ে আবারো ফিরলাম সেই সনাতন ধর্মে।”
লক্ষীপ্রিয়া আদতে কেরালার কায়েমকুলামের (Kayamkulam) বাসিন্দা। তাঁর বাবার নাম কবির। অভিনেত্রী বিয়ে করেন কেরালার বিখ্যাত সঙ্গীতজ্ঞ পাট্টানাক্কাদ পুরুষোত্তমনের পুত্র পি জয়েশকে।
মুসলিমদের এতে প্রথমে খুব আপত্তি হয়নি কারণ তাদের পূর্ণ বিশ্বাস ছিল যে অল্পকয়েকদিনের মধ্যেই সাবিনা তার স্বামী পি জয়েশ কে ইসলাম ধর্মে ধর্মান্তকরণ করবেন, কিন্তু তা তো হলোই না , উল্টে সাবিনা নিজে ধর্মান্তকরণ করে নিজে ইসলাম ছেড়ে হিন্দু ধর্ম গ্রহণ করলেন। গর্বের সঙ্গে সাত পাঁচটা হিন্দু মহিলার মতো সিঁদুর পরে পুজো শুরু করলেন। লাভ জিহাদ তো হলোইনা উল্টে হয়ে মুখ পুড়লো লাভ জিহাদিদের।
ইতিমধ্যেই মুসলিমরা ও তাদের দোসর কমিউনিস্টরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া (social media) তে ট্রোল করা শুরু করে দিয়েছে লক্ষীপ্রিয়ার বিরুদ্ধে। তাদের কাছে এই উল্টো পুরান এবং জেনেশুনে বিষ পান করার সমান।
তবে লক্ষীপ্রিয়ার সমর্থনেও প্রচুর মানুষ এগিয়ে এসেছেন।