জঙ্গলমহলে আবারও মাওবাদীদের আনাগোনা শুরু হতে দেখা গেছে। এই পরিস্থিতি জঙ্গলমহলে আবার প্রকাশ্যে আসতেই নিরাপত্তা চাওয়ার হিড়িক পড়ে গেছে মাওবাদীদের মধ্যে। সেই নেতা শাসকদলের অন্তর্গত বড়ো ধরণের নেতা হোক, মাঝারি ধরণের নেতা হোক বা হোক ছোট মাপের নেতা, সবাই নিরাপত্তা চাওয়ার ব্যাপারে হুড়োহুড়ি শুরু করে দিয়েছেন।
গোয়েন্দা সূত্রে জানা গেছে, সম্প্রতি বাঁকুড়া সহ জঙ্গলমহলে মাওবাদী কার্যকলাপকে বৃদ্ধি দেখা গেছে। এমনকি এও জানা গেছে, দুই মাওবাদী নেতা আকাশ ও অজয়ের অধীনে সংগঠন বৃদ্ধি পাওয়ার কাজও শুরু হয়ে গেছে। এছাড়াও, ৮ই এপ্রিল তারিখে মাওবাদীদের তরফে ডাক দেওয়া বনধে বেশ ভালো রকমের সাড়া পাওয়া যায়, আবার কোথাও পাওয়া যায় ল্যান্ডমাইন বা হুমকি সমন্বিত পোস্টার।
এই পরিস্থিতিতে আতঙ্কিত শাসকদলের নেতা-মন্ত্রীরা। যদিও, শাসকদলের তরফে এখনও মাওবাদীদের অস্তিত্ব নস্যাৎ করা হচ্ছে। শাসকদলের শীর্ষস্থানীয় নেতাদের দাবি, এই পুরো পরিস্থিতি বিরোধীদলের চক্রান্ত ছাড়া আর কিছুই না। অপরদিকে, রানিবাঁধ অঞ্চলের নেতারা শাসকদলের শীর্ষ নেতৃত্বের দাবিতেই প্রশ্ন ছুঁড়ে দিল। উল্লেখ্য, সূত্রের খবর অনুযায়ী, রানিবাঁধ ব্লকের ৫ তৃণমূল নেতা জেলা পুলিশ সুপারের কাছে নিরাপত্তা রক্ষীর জন্য আবেদন জানিয়েছেন।
2022-04-24