করোনা পরিস্থিতিতে আর একটু সহজ হতে চলেছে বিমান যাত্রা । এবার থেকে ভ্যাকসিনের দু’টি ডোজ নিলে ঘরোয়া উড়ানে বাধ্যতামূলক নয় আরটি-পিসিআর টেস্টের রিপোর্ট । শীঘ্রই এবিষয়ে সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্র ।
ঘরোয়া উড়ানে যাত্রার ক্ষেত্রে সাধারণ মানুষের আর যাতে কোনও সমস্যা না হয়, সেটা নিশ্চিত করার জন্যই আরটি-পিসিআর পরীক্ষার রিপোর্ট জমা দেওয়ার নিয়মে বদল আনার কথা ভাবছে কেন্দ্রীয় সরকার । যাঁদের ভ্যাকসিনের দুটি ডোজই নেওয়া হয়ে গিয়েছে, এবার থেকে তাঁদের ক্ষেত্রে হয়তো আর ঘরোয়া উড়ান ধরার আগে আরটি-পিসিআর পরীক্ষার নেগেটিভ রিপোর্ট জমা দেওয়া বাধ্যতামূলক হবে না। এমনই ব্যবস্থা চালু করার পরিকল্পনা করছে কেন্দ্রীয় সরকার। দেশে দৈনিক করোনা সংক্রমণের হার কমছে। সেই কারণে ঘরোয়া উড়ানে যাত্রার ক্ষেত্রে সাধারণ মানুষের আর যাতে কোনও সমস্যা না হয়, সেটা নিশ্চিত করার জন্যই আরটি-পিসিআর পরীক্ষার রিপোর্ট জমা দেওয়ার নিয়মে বদল আনার কথা ভাবছে কেন্দ্রীয় সরকার ।