গত বছরে ত্রিশোর্ধ বয়সী স্বয়ংসেবকদের মধ্যে একটি সমীক্ষা চালানো হয়েছিল, যেখানে প্রায় ১৫ লক্ষ স্বয়ংসেবক অংশ গ্রহণ করেছিলেন। সমীক্ষায় স্বয়ংসেবকদের সময়লভ্যতা, দক্ষতা এবং আগ্রহের ক্ষেত্রগুলির সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয়েছিল। এই এবিপিএস (ABPS) – এ ( অখিল ভারতীয় প্রতিনিধি সভায় ), এমন স্বয়ংসেবকদের আগ্রহের ক্ষেত্র সমূহের সাথে সাযুজ্য রেখেই সমাজের ইতিবাচক পরিবর্তন সাধনের উদ্দেশ্যে তাদের সক্রিয় করে তোলার জন্য আলোচনা করা হবে।
শ্রী অরুণ কুমার (Shri Arun Kumar) , অখিল ভারতীয় প্রচার প্রমূখ বলেছেন যে বছরে একবার আরএসএস (RSS) মিলিত হয় এবিপিএস (ABPS) -এ যা আরএসএসের (RSS) সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা। এই বার্ষিক সম্মেলনে এবার আরএসএস এবং সহযোগী শাখা সমূহ থেকে জাতীয় পর্যায়ে অংশ নেওয়া মহিলা প্রতিনিধি সমন্বিত প্রায় ১৫০০ নির্বাচিত প্রতিনিধি উপস্থিত থাকবেন।
আরএসএসের (RSS) দৃষ্টিতে ১১ টি ক্ষেত্র বা অঞ্চল রয়েছে যার অধীনে কাজের সুবিধার্থে ৪৪ টি রাজ্য ইউনিট রয়েছে যাদের প্রান্ত নামে অভিহিত করা হয় । আরএসএস (RSS) পরিবারের ৩৫ টি শাখার সভাপতি এবং পদাধিকারী কার্যকর্তাগণ, যেমন ভিএইচপি (VHP) থেকে বিষ্ণু সদাশিব কোকজে এবং বিচারপতি অলোক কুমার (Alok Kumar) , এবিভিপি থেকে অধ্যাপক সুবাইয়া শানমুগম, ভারতীয় মজদুর সংঘ থেকে সাজি নারায়ণান, বিদ্যা ভারতী থেকে রামকৃষ্ণ রাও, বনবাসী কল্যাণ আশ্রম থেকে জগদেব রাও ওরাওঁ , বিজেপি থেকে জে পি নাড্ডা, সক্ষম থেকে দয়াল সিং পওয়ার প্রমুখ এই ৩ দিনের বৈঠকে অংশ নেবেন ।
১৪ ই অক্টোবরে অখিল ভারতীয় কার্যকরী মন্ডল হবে, যাতে এবিপিএসের এজেন্ডা ও প্রস্তাবিত প্রস্তাবসমূহের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।
এবিপিএস শুরু হবে ১৫ই মার্চ, রবিবার সকাল সাড়ে ৮ টায়। তিনি বলেছেন যে ১৬ই মার্চ দুপুরে সরকার্যবাহ সুরেশ ভাইয়াজী জোশী সাংবাদিক সম্মেলনে বিস্তারিত বক্তব্য রাখবেন ।
তিনি আরো বলেছেন যে এই এবিপিএস জুড়ে গত বছরের পরিকল্পনা বাস্তবায়ন, অভিজ্ঞতা ও সাফল্যের পর্যালোচনা, আগামী বছরের কাজের অগ্রাধিকার সমূহ, অখিল ভারতীয় কার্যকর্তাগণের সফরসূচী সমূহ ইত্যাদি বিষয় তুলে ধরা হবে। এর সাথে বার্ষিক গ্রীষ্মের প্রশিক্ষণের সময়সূচী চূড়ান্ত করা হবে।
শ্রী নরেন্দ্র ঠাকুর (Shri Narendra Tagore) – অখিল ভারতীয় সহ প্রচার প্রমূখ, শ্রী এন এ থিপ্পস্বামী – ক্ষেত্রীয় কার্যবাহ – কর্ণাটকের দক্ষিণ মধ্য ক্ষেত্র, অন্ধ্র এবং তেলেঙ্গানা, শ্রী প্রদীপ, কর্ণাটক দক্ষিণ প্রান্ত প্রচার প্রমূখ উপস্থিত ছিলেন এই সা়ংবাদিক সম্মেলনে।