মধ্যস্থতাকারী দিয়ে কোনও কাজ হয়নি। তাই এবার প্রত্যেকদিন নিয়ম করে হবে শুনানি। তবেই সমাধান হতে পারে অযোধ্যা মামলা। আর সুপ্রিম কোর্টের সেই সিদ্ধান্তকে স্বাগত জানাল আরএসএস।
শুক্রবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি প্রত্যেকদিনের এই রায়ের কথা জানানোর পর আরএসএসের তরফ থেকে বলা হয়েছে, ‘৬ অগস্ট থেকে প্রত্যেকদিন শুনানির যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাকে স্বাগত জানাই। আমরা আশাবাদী যে নির্দিষ্ট সময়ের মধ্যে এতদিনের সমস্যার সমাধান হবে। মন্দির তৈরি করার পথে আইনি বাধা কেটে যাবে ও রাম মন্দির তৈরির কাজ শুরু হবে।’
মধ্যস্থতাকারী দিয়ে কোনও লাভ হয়নি বিতর্কিত এই মামলায়। শুক্রবার পাঁচ বিচারপতির বেঞ্চ তাই সিদ্ধান্ত নিয়েছে যে এবার প্রত্যেকদিনের শুনানি হবে সুপ্রিম কোর্টে।
আগামী ৬ অগস্ট থেকে রামজন্মভূমি-বাবরি মসজিদ মামলার প্রাত্যহিক শুনানি শুরু হবে। এদিন জানানো হয়েছে এই মামলায় তিন সদস্যের যে প্যানেল তৈরি করা হয়েছিল, তা ব্যর্থ।
প্রধান বিচারপতি রঞ্জন গগৈ জানিয়েছেন, প্রত্যেকদিন চলবে এই মামলার শুনানি। গগৈয়ের নেতৃত্বাধীন এই বেঞ্চে রয়েছেন বিচারপতি এসএ বোবদে, ডিওয়াই চন্দ্রচূড়, অশোক ভূষণ ও এস আব্দুল নাজির। ১৭ নভেম্বর এই মামলায় শীর্ষ আদালত একটি সিদ্ধান্ত জানাবে বলে আশ্বাস দিয়েছে।
এই মামলার সব অংশীদারদে প্রমাণ সহ তৈরি থাকতে বলা হয়েছে। শুনানির আগেই যাতে সব তৈরি থাকে, তার জন্য প্রমাণের একটা কপিও আগে থেকে দিতে বলা হয়েছে।
গত ৮ মার্চ অযোধ্যা মামলার শুনানির জন্য তুন সদস্যের একটি প্যানেল তৈরি করে দেয় সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার মুখ বন্ধ খামে সেই রিপোর্ট জমা দেয় এই তিন সদস্যের প্যানেল। এই প্যানেলে ছিলেন, প্রাক্তন সুপ্রিম কোর্টের বিচারপতি কালিফুল্লা, শ্রী শ্রী রবিশঙ্কর ও শ্রীরাম পঞ্চু।