ভারত বিভাজনের পরে পাকিস্তান তৈরি হয়েছিল। এটা ১৯৭১এ আবার বিভাজিত হয়েছিল। বর্তমান সময়ে এটা ৫-৬ ভাগে বিভক্ত হবার মুখে। পাশতুনিস্তান, বালুচিস্তান, সিন্ধু পাকিস্তান থেকে ভেঙে বেরিয়ে যেতে চাইছে। বিশেষজ্ঞরা পাকিস্তানের জন্য এটাই বলছেন। এটা দিন দিন দুর্বল হয়ে পড়ছে, বললেন আরএসএস নেতা ইন্দ্রেশ কুমার।
এএনআই