এই মুহূর্তে সমগ্র বিশ্বজুড়ে করোনা ভাইরাসের (Corona virus) বিরুদ্ধে বেঁচে থাকার লড়াই চলছে। লকডাউন (Lockdown) চলছে সারা দেশ জুড়ে আর বেঁচে থাকার লড়াইয়ে, বেঁচে থাকতে দরকার প্রয়োজনীয় খাদ্য সামগ্রী। সমাজের অসহায়, নিপীড়িত, দরিদ্র , দিন আনা দিন খাওয়া রিস্কাচালক থেকে দিনমজুর, কুটির শিল্পের সঙ্গে যুক্ত সমাজের অসহায় মানুষগুলো যখন খাদ্য সংকটের সম্মুখে দাঁড়িয়ে আছে তখন ঝাঁপিয়ে পড়ছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের সিউড়ি নগরের কার্যকর্তারা।
নাম প্রকাশের অনিচ্ছুক এক স্বয়ংসেবক আমাদের প্রতিনিধিকে জানিয়েছেন , আমাদের এই কার্যক্রম লকডাউনের সময়কাল জুড়ে চলবে সিউড়ি শহরের ২১ টি ওয়ার্ডে । দুঃস্থ, গরিব মানুষদের চিহ্নিত করে তাদের হাতে তুলে দেওয়া হবে চাল-ডাল, আলু-সোয়াবিন, লবণ, তেল, সাবান ও আরও নিত্য প্রয়োজনীয় দ্রব্য । আমাদের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের সিউড়ি (Sewri) নগর এর উদ্যোগে আমরা সংকল্প নিয়েছি ৫০০ দুঃস্থ, অসহায় পরিবারের কাছে পৌঁছানোর। তিনি এও জানিয়েছেন যখনই ভারতমাতা বিপদের সম্মুখে পড়েছে তখনই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ ভারত (India) মাতার রক্ষার্থে সর্বপ্রথম সাহায্যের হাত বাড়িয়েছে, ইতিহাস সাক্ষী আছে তার।